করণা প্রকোপে বর্তমানে সমস্ত ব্যবসার পাশাপাশি অটোমোবাইল ব্যবসা বেশ কিছুটা ধাক্কা খেয়েছে। এই মুহূর্তে অটোমোবাইল সেক্টরে বেশ ভারী লোকসান হয়েছে বেশ কিছু কোম্পানির। বহু মানুষের চাকরি চলে গেছে। ব্যবসায় কিন্তু ক্ষতির চেহারা কিছুটা পাল্টালেও এখনো তেমন কোনো লাভ হয়নি। দীর্ঘ ছয় মাসের লোকসান তুলতে রীতিমতো কষ্ট করতে হচ্ছে কোম্পানিগুলিকে।
চলতি বছরের শুরু থেকে গাড়ি বিক্রি অত্যন্ত কম পরিমাণে হয়েছে বলতে গেলে। তারপর লকডাউন শুরু হয়ে গেলে তেমন ভাবে বিক্রি আর হয়নি। এই কারণে বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থা গুলি নিত্য নতুন অফার নিয়ে আসছে তাদের গ্রাহকদের জন্য। এই অফারের মাধ্যমে গ্রাহকদের নিজেদের দিকে টানা যাবে বলে মনে করছে কোম্পানিগুলো। ঠিক এই কথা চিন্তা করে Toyota কোম্পানি তাদের বছরশেষের একটি ডিসকাউন্ট অফার নিয়ে হাজির হয়েছে। এই অফারে আপনারা ৩১ ডিসেম্বর পর্যন্ত Toyota গাড়িতে দুর্দান্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।
TOYOTA URBAN CRUISER
এই গাড়িতে ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস আর ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলতে পারে। এই গাড়ির বাজার মূল্য ৮.৪ লক্ষ থেকে শুরু করে ১১.৩০ লক্ষ পর্যন্ত। তবে জানিয়ে রাখি এই গাড়িতে কোন ক্যাশ ডিসকাউন্ট থাকছে না।
TOYOTA YARIS
এই গাড়িতে সব থেকে বেশি ছাড় দেওয়া হচ্ছে। আপনারা সর্বমোট পেতে পারেন ৫০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এরমধ্যে ২০,০০০ টাকা নগদ ডিসকাউন্ট, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ১৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
TOYOTA GLANZA
এই গাড়িতে ৩০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকতে চলেছে। এর মধ্যে নগদ ডিসকাউন্ট আছে ১০,০০০ টাকা। এছাড়া আছে ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। এই গাড়ির বর্তমান বাজার মূল্য ৭.০১ লাখ থেকে ৮.৯৬ লাখ টাকার মধ্যে।