২০২০ প্রায় শেষ হতে চলল। বাঙালির দুর্গাপূজা ও কালীপুজো হয়ে গিয়েছে। এবারে আসছে মেরি ক্রিসমাস। এই সময় অনেকেই এই বছরের মধ্যেই গাড়ি কিনতে চায়। কিন্তু করণা পরিস্থিতিতে অনেকের বাৎসরিক বাজেটের হেরফের হয়ে গেছে। তাই অনেকেই এখন বাজেট মূল্যে গাড়ি কিনে নিতে চায়। তাদের জন্য সুখবর এনেছে Datsun ইন্ডিয়া। এই জনপ্রিয় অটোমোবাইল মেকার কোম্পানি নভেম্বর মাসে তাদের কয়েকটি বাজেট লেভেলের গাড়ির উপর ভারী ডিসকাউন্ট দিচ্ছে। আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নিন কোম্পানির কোন গাড়ির উপর সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
নভেম্বর মাস শেষ হওয়ার আগে Datsun তাদের জনপ্রিয় গাড়ি Datsun Go ও Datsun Redi Go গাড়ির ওপর বেশ ভালই ডিসকাউন্ট দিচ্ছে। এই গাড়ি গুলি কিনলে গ্রাহকরা ৫১০০০ টাকা অব্দি ডিসকাউন্ট পেতে পারেন। এই ডিসকাউন্টের মধ্যেই থাকবে ক্যাশ ডিসকাউন্ট, কর্পোরেট বোনাস ও এক্সচেঞ্জ বোনাস। এই অফার ৩০ ই নভেম্বর অব্দি চলার কথা। কিন্তু কোম্পানি জানিয়েছে যতদিন তাদের শেষ স্টক না শেষ হয় ততদিনই এই অফার চলবে। সেক্ষেত্রে ৩০ ই নভেম্বরের আগে যদি স্টক শেষ হয়ে যায় তাহলে তার আগেই অফার শেষ হয়ে যাবে।
Datsun Go গাড়িতে ৫১০০০ টাকা অব্দি ডিসকাউন্ট পাওয়া যাবে। এরমধ্যে চলতি অফারে গাড়িটা কিনলে ক্যাশ ডিসকাউন্ট হিসেবে ২০০০০ টাকা ছাড় এবং এক্সচেঞ্জ বোনাস হিসাবে আরো ২০০০০ টাকা ছাড় পেয়ে যাবেন গ্রাহকরা। এছাড়া অ্যানুয়াল বোনাস হিসাবে অতিরিক্ত ১১০০০ টাকা ছাড় পেতে পারেন গ্রাহকরা। সব মিলিয়ে হিসাব করলে একবারেই ৫১০০০ টাকা লাভ করতে পারবে গ্রাহকরা।
অন্যদিকে Datsun কোম্পানির আরেক বাজেটে হ্যাচবাক গাড়ি Datsun Redi Go তে কোম্পানি ৩৮০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে। এই গাড়িটিতে ৯৯৯ সিসির একটি পেট্রোল ইঞ্জিন আছে যা ৬৭.০৫ bhp পাওয়ার ও ৯১ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই গাড়িটি বর্তমান অফারে কিনতে গেলে ৭০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট ও ১৫০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এছাড়াও ইয়ার এন্ড বোনাস হিসাবে আরও অতিরিক্ত ১১০০০ টাকা ডিসকাউন্ট পেতে পারেন গ্রাহকরা। আপনি যদি এই মুহূর্তে একটি বাজেট লেভেলের গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি নিকটবর্তী Datsun ডিলারের সাথে যোগাযোগ করুন।