ফরাসি গাড়ি নির্মাতা সংস্থা Citroen ভারতীয় মার্কেটের আগামী বছর তাদের নতুন C5 এয়ারক্রস এসইউভি নিয়ে আসতে চলেছে। জানা গিয়েছে, শুধুমাত্র এই গাড়ি নয় C21 সাব ফোর মিটার এসইউভি গাড়ি লঞ্চ করবে এই কোম্পানিটি আগামী বছর। তবে তারই আগে, রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে Citroen ২০২২ সালে লঞ্চ করতে চলেছে একটি সংস্থার ইলেকট্রিক গাড়ি।
Groupe PSA বর্তমানে টার্গেট নিয়েছে যেন ভারতের জন্য অনেক ভালো গাড়ি নিয়ে আসা যায়। শুধুমাত্র ইলেকট্রিক গাড়ি নয় ফ্লেক্সি ফুয়েল গাড়ি এই কোম্পানি লঞ্চ করতে চলেছে। আগামী ২০২১ এ লঞ্চ হতে চলা Citroen ইলেক্ট্রিক ভেহিকেল হতে চলেছে CC21 এর ইলেকট্রিক ভার্শন। এই গাড়ি টাটা HBX এর বড় প্রতিদ্বন্দ্বী হবে বলে জানা যাচ্ছে।
eCC21 এই কোম্পানির ইলেকট্রিক গাড়ির তালিকাতে অন্যতম বড় একটি জায়গা দখল করবে। এই কোম্পানির চীনের পার্টনার ডংফেং মোটর এর সাথে সিট্রাইন একসাথে যুক্ত থেকে এই গাড়ি তৈরি করবে। এই ধরনের E CMP প্ল্যাটফর্ম সর্বাধিক ৫০ KWH পর্যন্ত ব্যাটারি পাওয়ার ধরে রাখতে পারে। এছাড়া সাপোর্ট করবে একটি ইলেকট্রিক মোটর ১০০ KW ক্ষমতা বিশিষ্ট। এই গাড়ির ড্রাইভিং রেঞ্জ হবে ৩৪০ কিলোমিটার পর্যন্ত। যদিও মনে করা হচ্ছে, এত বড় ব্যাটারি ভারতীয় মডেল এর জন্য আসবে না। খরচ কমানোর জন্য ব্যাটারির পাওয়ার কমানো হতে পারে।
আবার অনেক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এই গাড়িতে থাকবে সেই ৩০ KWH এর ব্যাটারি প্যাক। এই গাড়ির কিছুটা বেশি দামি হবে তার সেগমেন্টের হিসেবে। আমরা, TATA NEXON EV তে দেখতে পাই ৩০.২ KWH এর ব্যাটারি ইউনিট। আবার মাহিন্দ্রা eKUV 100 এ থাকে ১৫.৯ KWH ব্যাটারি ইউনিট।
লঞ্চ হতে চলা eCC21 ইলেকট্রিক গাড়িটি ৮ লাখের কাছাকাছি দামে লঞ্চ হতে পারে। একটু বেশি দাম হলেও, লঞ্চ হলে এই গাড়ি সব থেকে সস্তা ইলেকট্রিক গাড়ির মধ্যে একটি হবে। আমরা আশা করতে পারি, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ভারতে ইলেকট্রিক গাড়ির পরিবেশ অনেকটা ভালো হবে। ফলে এই গাড়ি কেনা অনেক বেশি প্রাকটিক্যাল হবে।