সম্প্রতি ভারতের বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয় হল সাব কম্প্যাক্ট SUV গাড়ি। কারণ এই গাড়ি সবচেয়ে বাজেট মূল্যের মধ্যে স্টাইলিশ ও অত্যাধুনিক পারফরম্যান্স সম্পন্ন পাওয়া যায়। চলতি বছরে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সাব কম্প্যাক্ট SUV গাড়ির বিক্রি অনেক বেড়ে যাওয়ায় বর্তমানে কোম্পানিগুলি নতুন ধরনের অত্যাধুনিক গাড়ি লঞ্চ করার কথা ভাবছে। আজকের এই প্রতিবেদনে ভারতের সবচেয়ে বেশি বিক্রিত সাব কম্প্যাক্ট SUV গাড়ি সম্বন্ধে জেনে নিন।
১) Renault kigar:
Renault Kigar গাড়িটি বর্তমানে ভারতের জনপ্রিয় Nissan Magnite গাড়ির আদলে তৈরি। এই গাড়িটি লম্বায় ৩৯৯৪ মিমি ও প্রস্থে ১৭৯৪ মিমি। এই গাড়িটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৫ মিমি। এই গাড়িতে ১ লিটারের একটি পেট্রোল ইঞ্জিন আছে এবং তাতে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স পাওয়া যাবে। এই ইঞ্জিন ৭২ PS পাওয়ার ও ৯৬ Nm টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িটি অটোমেটিক ট্রান্সমিশন ভার্সনেও পাওয়া যাবে। অন্যদিকে এই গাড়ির অন্য একটি ভেরিয়েন্ট এ ১ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন আছে যাতে CVT অটোমেটিক ও ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার বক্স পাওয়া যাবে। এই ইঞ্জিন ১০০ PS পাওয়ার ও ১৬০ Nm টর্ক উৎপন্ন করতে পারে।
ভারতের বাজারে সবে মাত্র কিছুদিন আগেই লঞ্চ করেছে Renault kigar। এই গাড়ি বর্তমানে টেস্ট ড্রাইভ করতে পাওয়া যাচ্ছে। নতুন এই সাব কম্প্যাক্ট গাড়ি বর্তমানে ৫.৪৫ লাখ টাকা মূল্যে পাওয়া যাচ্ছে। এই গাড়ির টপ ভেরিয়েন্ট এর এক্স শোরুম মূল্য ৯.৫৫ লাখ টাকা।
২) Nissan Magnite:
Nissan Magnite গাড়িটি একটি সাব কম্প্যাক্ট SUV গাড়ি। গাড়িটিকে আগ্রেসিভ লুক দেয়ার জন্য সামনে ক্রোম বর্ণের বর্ডার গ্রিল ব্যবহার করা হয়েছে। এছাড়া শ্লিক হেড ল্যাম্প এর সাথে এলইডি প্রজেক্টর লাইট ব্যবহার করা হয়েছে। এই গাড়িতে ১ লিটারের টার্বোচার্জাড পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর কিছু মডেলে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার বক্স দেখা যায় এবং কিছু ভারিয়েন্টের মডেলে অটোমেটিক CVT ট্রান্সমিশন দেখা যাবে।
অন্যদিকে, XE ভারিয়েন্টে ১৬ ইঞ্চির চাকা, স্কিড প্লেট, পাওয়ার উইন্ডো, ডুয়েল টন ইন্টেরিয়র দেখা যাবে। এছাড়াও এই গাড়িতে ৩.৫ ইঞ্চির একটি এলইডি ক্লাস্টার থাকবে। XL ভারিয়েন্টে স্টিয়ারিংয়ে অডিও কন্ট্রোল ফিচার পাওয়া যাবে। এতে অটোমেটিক এসি, ৬ স্পিকার অডিও সিস্টেম আছে। XV Upper মডেলে ১৬ ইঞ্চির ডাইমন্ড কাট হুইল, এলইডি ডিআরএল এবং ফগ ল্যাম্প পাওয়া যাবে। এই গাড়িতে ৮ ইঞ্চির ফ্লোটিং ইনফোটেইনমেন্ট সেন্টার আছে যা অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট করে। এছাড়াও এই গাড়িতে ভয়েস রেকোগ্নিশন, রিয়ার ক্যামেরার মত অত্যাধুনিক প্রযুক্তি দেখা যাবে। এই গাড়ি বেশি বিক্রির কারণ হলো গাড়ির দাম। এই গাড়ি ৫.৪৯-৯.৩৫ লাখ টাকায় পাওয়া যায়।