সম্প্রতি কোভিড-১৯ প্যানডেমিক পরিস্থিতিতে বেশিরভাগ ব্যবসাই ক্ষতিগ্রস্ত হয়েছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। গাড়ি বিক্রির হার ক্রমশ তলানীতে ঠেকায় কোম্পানির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর গ্রাহকদের গাড়ি কেনার প্রবণতা একটু বাড়লেও আগের মত অবস্থা ফিরে আসেনি। বছরের শেষের দিকে অটো মোবাইল কোম্পানিগুলি তাদের গাড়ির ওপর বাড়ি ডিসকাউন্ট দিয়ে স্টক শেষ করার চেষ্টা করেছে। কিন্তু খুব একটা ভালো ফল মেলেনি। ব্যবসার ক্রমশ ক্ষতি হওয়া দেখে কোম্পানিগুলি আগামী বছরের শুরু থেকে তাদের গাড়ির দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী বছরের জানুয়ারি মাস থেকেই গাড়ির দাম বৃদ্ধি করতে জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি মারুতি সুজুকি। তাদের বিভিন্ন মডেলের বিভিন্ন রকম দাম বাড়ছে। আগে কোম্পানির বাজেট লেভেল গাড়ি Alto পাওয়া যেত ২.৯৫ লাখ টাকা মূল্যে এবং XL6 পাওয়া যেত ১১.৫২ লাখ টাকা মূল্যে। কিন্তু আগামী বছরের জানুয়ারি মাস থেকে এই দাম বেড়ে যাবে। কোম্পানি চলতি বছরে আগের বছরের তুলনায় নভেম্বর মাসে ২.৪ শতাংশ সেলের ঘাটতি দেখেছে। গতবছর কোম্পানি যেই জায়গায় ১৩৯১৩৩ গাড়ি বিক্রি করেছিল সেই জায়গায় এই চলতি বছরে বিক্রিত গাড়ির পরিমাণ মাত্র ১৩৫৭৭৫ টি।
মারুতি সুজুকি কোম্পানি বাজেট লেভেলের গাড়ির জন্য ভারতীয় মার্কেটে বেশ জনপ্রিয়। এই কোম্পানির বাজেট লেভেলের গাড়ি আনলক প্রক্রিয়া চালু হওয়ার পর কিছুটা হলেও বেশি বিক্রি হয়েছে। এখন মানুষ প্রিমিয়াম গাড়ির বদলে বাজেট লেভেলের গাড়ি কিনে কিছুটা হলেও সঞ্চয় করতে চায়। বাজেট লেভেল গাড়ি কোম্পানির বিক্রি হওয়া সত্ত্বেও আগের বছরের মত সেল হয়নি। তাই আগামী বছরে জানুয়ারি মাসে কমবেশি প্রত্যেকটি মডেলের দাম বাড়বে কোম্পানি। চলতি বছরে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে Maruti Swift এবং তারপরই জায়গা করে নিয়েছে Maruti Baleno।