বর্তমানে করোনাভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে অনেকের বাজেট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। সেই জন্য ভারতীয় গ্রাহকরা বর্তমানে বেশি মাইলেজ পাওয়া যায় এমন গাড়ি কেনার দিকে উৎসাহ দেখাচ্ছে। ভারতের বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন গাড়ি বেশ ভালই মাইলেজ দেয়। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া সেরা তিন গাড়ির তালিকা জানাবো।
১) Hyundai Aura:
Hyundai Aura কোম্পানির একটি জনপ্রিয় সেডান গাড়ি। গাড়ির সিএনজি ভারিয়েন্টে একটি ১.২ লিটারের তিন সিলিন্ডার টার্বো ডিজেল ইঞ্জিন আছে যা ৭৫ PS পাওয়ার ও ১৫০ Nm টর্ক তৈরি করে। গাড়িটি বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা ও সেই সাথে আরামদায়কও বটে। গাড়ির মাইলেজ ২৫.৩ kmpl। গাড়িটির এক্স শোরুম দাম ৭.২৮ লাখ টাকা।
২)The Hyundai Grand i10 Nios:
Hyundai Grand i10 Nios গাড়ির সিএনজি ভারিয়েন্টে একটি ১.২ লিটারের ইঞ্জিন আছে যা ৬৯ PS পাওয়ার ও ৯২ Nm টর্ক তৈরি করে। গাড়িতে অত্যাধুনিক ডিজিটাল স্পিডোমিটার ও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সেন্টার আছে। গাড়িটি মাইলেজ দেয় ২৫.১ kmpl। গাড়িটির এক্স শোরুম দাম ৭.৬০ লাখ টাকা।
৩) Tata Altroz:
Tata Altroz গাড়িটিতে ১.৫ লিটারের ৪ সিলিন্ডার ডিজেল ইঞ্জিন আছে। এই ইঞ্জিন ৯০ hp পাওয়ার ও ২০০ Nm টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িটিতে ৫ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ারবক্স আছে। গাড়িটি প্রায় ২৫.১ kmpl মাইলেজ দেয়। বর্তমানে ভারতের বাজারে গাড়িটির এক্স শোরুম মূল্য ৬.৯৯ লাখ টাকা থেকে শুরু।