সম্প্রতি এই করোনাভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে প্রত্যেকের নিজের একটি করে বাইক কেনার খুবই প্রয়োজন হচ্ছে। কারণ দেশজুড়ে আনলক প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই অফিস কাছারি খুলে গেছে। সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে গণপরিবহনে যাতায়াত করা প্রায় অসম্ভবই বলা যায়। তাই ভারতীয় গ্রাহকরা এখন বাজেট মূল্য বাইক কেনার কথা ভাবছে। কিন্তু আবার তারা তেলের জন্য বেশি খরচ করত নারাজ। তাই বাজেট মূল্যের বেশি মাইলেজ দেওয়া বাইক এখন গ্রাহকদের প্রথম পছন্দ। আসুন আজকের এই প্রতিবেদনে সেরা ৩ টি বেশি মাইলেজের বাজেট মূল্যের বাইকের সম্বন্ধে জেনে নিন।
১) TVS Sport:
TVS Sport বাইকে ৯৯.৭ সিসির ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন আছে। এই ইঞ্জিন ৭৫০০ rpm এ ৭.৪ bhp পাওয়ার এবং ৭৫০০ rpm এ ৭.৫ Nm টর্ক উৎপন্ন করতে পারে। বাইকে ৪ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স আছে। এই TVS Sport বাইকটি প্রায় ৯৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেয়। বর্তমানে ভারতের বাজারে এই বাইকের মূল্য ৫৪৮৫০ টাকা থেকে শুরু এবং টপ মডেলটির দাম ৬১৫২৫ টাকা।
2) Bajaj Platina 100:
Bajaj Platina 100 বাইকে ১০২ সিসির DTSi, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে। এই ইঞ্জিএম ৭.৯ hp পাওয়ার এবং ৮.৩ Nm টর্ক উৎপন্ন করতে পারে। বাইকে ৪ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স আছে। এই Bajaj Platina 100 বাইকটি প্রায় ৯৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেয়। বর্তমানে ভারতের বাজারে এই বাইকের মূল্য ৫০৪৬৪ টাকা।
৩) Bajaj CT100:
Bajaj CT100 বাইকে ১০২ সিসির ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ইলেকট্রনিক ফ্যুয়েল ইঞ্জেকশন প্রযুক্তির ইঞ্জিন আছে। এই ইঞ্জিন ৭৫০০ rpm এ ৭.৯ PS পাওয়ার এবং ৫৫০০ rpm এ ৮.৩৪ Nm টর্ক উৎপন্ন করতে পারে। বাইকে ৪ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স আছে। এই Bajaj CT100 বাইকটি প্রায় ৯০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেয়। বর্তমানে ভারতের বাজারে এই বাইকের মূল্য ৪৬৪৩২ টাকা।