বর্তমানে পেট্রোলের মূল্যবৃদ্ধি ও সেই সাথে পরিবেশ দূষণ রোধ করতে ইলেকট্রিক বাইক আমাদের কাছে এক অন্যতম বিকল্প উপায়। শুধু গ্রাহক নয়, সরকারও ইলেকট্রিক বাইক কেনার কথা বলছে। এমতবস্থায় গ্রাহকরা রেঞ্জ বেশি এবং দামও কম এমন ইলেকট্রিক বাইকের খোঁজ করছেন। আপনি যদি এখন ইলেকট্রিক বাইক কেনার কথা ভাবেন তাহলে অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন এবং জেনে নিন সস্তায় সেরা ৫ টি ইলেকট্রিক বাইকের তালিকা।
১) Hero Flash E2:
হিরো ইলেকট্রিক কোম্পানির Hero Flash E2 ইলেকট্রিক স্কুটিতে ৪৮ ভোল্টের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি ও ২৫০ ওয়াটের একটি ব্রুষলেস ডিসি মোটর আছে। স্কুটিটি ৪-৫ ঘণ্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে এবং একবার ফুল চার্জ ব্যাটারিতে প্রায় ৬৫ কিলোমিটার অব্দি চলতে পারে। স্কুটিটির টপ স্পিড হবে ২৫ কিমি প্রতি ঘন্টা। স্কুটিটিতে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্টাল প্যানেল আছে যাতে স্পিড, রেঞ্জ ও ব্যাটারি পরিমাণ দেখাবে। স্কুটিটিতে আকর্ষণীয় হেডল্যাম্প দেখা যাবে। এছাড়াও স্কুটিতে টেলিস্কোপিক সাসপেনশন ও আরামদায়ক সিট থাকবে। Hero Flash E2 ইলেকট্রিক স্কুটিটির অন রোড প্রাইস মাত্র ৫৩০০০ টাকা।
২) Ampere Reo & Reo Elite:
Ampere Reo & Reo Elite ইলেকট্রিক স্কুটিতে ৪৮ ভোল্টের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি ও ২৫০ ওয়াটের একটি ব্রুষলেস ডিসি মোটর আছে। স্কুটির ব্যাটারি একবার পুরো চার্জ হতে ৬ ঘন্টা সময় লাগবে। পুরো চার্জে Ampere Reo প্রায় ৬০ কিলোমিটার ও Ampere Reo Elite প্রায় ৬৫ কিলোমিটার চলবে। স্কুটির টপ স্পিড ২৫ কিমি প্রতি ঘন্টা। দুটিতেই ২ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। এই স্কুটিতেও ডিজিটাল ইন্সট্রুমেন্টাল প্যানেল ও ইউএসবি চার্জিং পোর্ট থাকবে। Ampere Reo এর এক্স শোরুম মূল্য ৫৩৭৯৯ টাকা ও Ampere Reo Elite এর এক্স শোরুম মূল্য ৬০০০০ টাকা।
৩) Okinawa R30:
Okinawa R30 ইলেকট্রিক স্কুটিতে ৪৮ ভোল্টের একটি লিথিয়াম আয়ন রিমুভেবল ব্যাটারি ও ২৫০ ওয়াটের একটি ব্রুষলেস ডিসি মোটর আছে। স্কুটিটি একবার ফুল চার্জ ব্যাটারিতে প্রায় ৬০ কিলোমিটার অব্দি চলতে পারে। স্কুটিটির টপ স্পিড হবে ২৫ কিমি প্রতি ঘন্টা। স্কুটিটিতে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্টাল প্যানেল আছে যাতে স্পিড, রেঞ্জ ও ব্যাটারি পরিমাণ দেখাবে। স্কুটিটিতে আকর্ষণীয় হেডল্যাম্প দেখা যাবে। এছাড়াও স্কুটিতে ইলেকট্রনিক অ্যাসিস্টেদ ব্রেকিং সিস্টেম থাকবে। স্কুটিটির দিল্লিতে এক্স শোরুম মূল্য প্রায় ৫৯০০০ টাকা।
৪) Okinawa Lite:
Okinawa Lite ইলেকট্রিক স্কুটিতে ৪৮ ভোল্টের একটি লিথিয়াম আয়ন রিমুভেবল ব্যাটারি ও ২৫০ ওয়াটের একটি ব্রুষলেস ডিসি মোটর আছে। স্কুটির টপ স্পিড ২৫ কিমি প্রতি ঘণ্টা ও ব্যাটারি ফুল চার্জ হতে ৫ ঘন্টা সময় নেবে। স্কুটিতে আকর্ষণীয় এলইডি ডিআরেল হেড ল্যাম্প দেখা যাবে। এছাড়াও ডিজিটাল ইন্সট্রুমেন্টাল প্যানেল, মাইক্রো চার্জার, ফন্ট ডিস্ক ব্রেক ইত্যাদি পাওয়া যাবে। স্কুটিটির ভারতের বাজারে এক্স শোরুম মূল্য ৬৪০০০ টাকা।
৫) Hero Optima E2:
Hero Optima E2 ইলেকট্রিক স্কুটিতে ৪৮ ভোল্টের ব্যাটারি ও ২৫০ ওয়াটের একটি ব্রুষলেস ডিসি মোটর আছে। স্কুটিটি ৪ ঘণ্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে এবং একবার ফুল চার্জ ব্যাটারিতে প্রায় ৬৫ কিলোমিটার অব্দি চলতে পারে। স্কুটিটির টপ স্পিড হবে ২৫ কিমি প্রতি ঘন্টা। স্কুটিটির ভারতের বাজারে এক্স শোরুম মূল্য ৬২০০০ টাকা।