বর্তমানে ভারতের বাজারে করোনা ভাইরাস প্যানডেমিকের পর গ্রাহকদের মধ্যে বাইক কেনার প্রবণতা বেড়েছে। আনলক প্রক্রিয়া চালু হওয়ার পর সবাইকে প্রায়ই তাদের কাজে যেতে হচ্ছে। কিন্তু গণপরিবহনে সোশ্যাল দূরত্ব বজায় রাখা প্রায় অসম্ভব বলা যেতে পারে। তাই ভারতীয় গ্রাহকরা বর্তমানে বাজেট লেভেলের বাইক কিনতে চাইছে যা তারা দৈনন্দিন ব্যবহার করতে পারবে। এরকম বাজেট লেভেল বাইকের মধ্যে বেশ জনপ্রিয় Bajaj কোম্পানির Platina 100KS। আসুন আজকের এই প্রতিবেদনে বাইকটির স্পেসিফিকেশন ও দাম সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।
Bajaj Platina 100KS বাইকে কোম্পানি BS6 ১০২ সিসির এয়ার কুলড ইঞ্জিন দিয়েছে। এই ইঞ্জিন ৭৫০০ rpm এ ৭.৯ PS পাওয়ার ও ৫৫০০ rpm এ ৮.৩ Nm টর্ক উৎপন্ন করতে পারে। বাইকে ৪ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স আছে। ব্রেকিং এর জন্য সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এই বাইকে রাইডারের আরামের জন্য পিছনে চাকায় অত্যাধুনিক স্প্রিং অন স্প্রিং সাসপেনশন এর ব্যবহার করা হয়েছে।
বর্তমানে ভারতের বাজারে Bajaj Platina 100KS বাজেট লেভেল বাইকের মধ্যে অন্যতম জনপ্রিয়। এই বাইকটির বর্তমান এক্স শোরুম মূল্য ৫১৬৬৭। বাইকটি ভারতের দুটি কালার অপশনে লঞ্চ করছে। একটি ককটেল ওয়াইন রেড ও অন্যটি এবনি ব্লাক। আপনি যদি এই মুহূর্তে একটি বাজেট লেভেলের ভালো পারফর্মেন্স এর বাইক কিনতে চান তাহলে অবশ্যই Bajaj Platina 100 KS আপনার পছন্দ হবে।