Latest Posts

Bajaj এর এই বাইকগুলিতে পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট, চলছে স্টক ক্লিয়ার সেল

বছর প্রায় শেষ হতে যাচ্ছে। এখন ভারতের বিভিন্ন জনপ্রিয় বাইকমেকার সংস্থাগুলি তাদের বাইকে এন্ড অফ দা ইয়ার সেল দিচ্ছে। আসলে চলতি বছরের স্টক শেষ করতে চাই কোম্পানিগুলি। তাই জনপ্রিয় কোম্পানি Bajaj তাদের Bajaj Pulsur 125 ও Bajaj Platina বাইকে ভারী ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে। একদিকে যেমন ডিসকাউন্ট পাওয়া যাবে ঠিক অন্যদিকে পাওয়া যাবে আকর্ষণীয় ইএমআই অপশন।
ভারতের বাজারে Bajaj Pulsur 125 চারটি ভেরিয়েন্ট এ পাওয়া যায়। সেগুলি হল স্প্লিট সিট ড্রাম ব্রেক, সিঙ্গেল সিট ড্রাম ব্রেক, স্প্লিট সিট ডিস্ক ব্রেক ও সিঙ্গেল সিট ডিস্ক ব্রেক। এরমধ্যে কোম্পানি চলতি মাসের অফারে ড্রাম ব্রেক ভেরিয়েন্ট গুলিতে ২০০০ টাকা ডিসকাউন্ট দেবে এবং অন্যদিকে ডিস্ক ব্রেক ভেরিয়েন্ট গুলিতে ১৫০০ টাকা অব্দি ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও এইসময় বাইক কিনতে বেশ কম ডাউন পেমেন্ট করতে হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে Bajaj Pulsur 125 কিনলে মাত্র ১২৭২৫ টাকা ডাউন পেমেন্ট করতে হবে।

Bajaj chetak electric scooter
Bajaj chetak electric scooter

অন্যদিকে, Platina সেগমেন্ট এর দুটি মডেলে ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। Bajaj Platina 100 বাইকে কোম্পানি বর্তমানে ২৮০০ টাকা ডিসকাউন্ট এবং Bajaj Platina 110H Gear বাইকে ২৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। ডিসকাউন্ট নিয়ে এখন Bajaj Platina 100 এর দাম হবে মাত্র ৫৮৬০৫ টাকা এবং Bajaj Platina 110H Gear এর দাম হবে মাত্র ৬৩০২৭ টাকা। এছাড়া এখন এই বাইকটা কিনলে ৫ বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পাওয়া যাবে।

Latest Posts

টেক নিউজ