আজ আমরা আপনাকে এমন একটি বাইকের ব্যাপারে বলবো, যার থেকে সস্তা দেশে আর কোন বাইক নেই। পাশাপাশি, এই বাইক যথেষ্ট বেশি মাইলেজ দেবে এবং সবথেকে ভ্যালু ফর মানি। এই বাইকের নাম Bajaj CT 100। কোম্পানি দাবি করে, এই বাইক ভারতের রাস্তায় ৯০ কিলোমিটার প্রতি লিটার এর মাইলেজ দিতে পারে। এই বাইকে ব্যবহারকারীরা ১০০সিসির দুর্দান্ত একটি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আজ আমরা এই বাইকের সমস্ত স্পেসিফিকেশন আপনাদের জানাবো। পাশাপাশি আপনাদের বলব এই বাইকের দাম এবং কিছু বিশেষত্বের কথা। তাহলে আসুন জেনে নেওয়া যাক Bajaj CT100 এর ব্যাপারে আরো ভালোভাবে।
পারফরম্যান্স এবং স্পেসিফিকেশন –
১) Bajaj CT100 বাইকে আপনারা ১০০সিসির একটি দুর্দান্ত ইঞ্জিন পেয়ে যাচ্ছেন যাতে আছে ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ইলেকট্রনিক ইঞ্জেকশন টেকনোলজি।
২) এই বাইকের ইঞ্জিন ৭৫০০ rpm এ ৭.৯ ps সর্বাধিক পাওয়ার এবং ৫৫০০ rpm এ ৮.৩৪ ন্যানোমিটার সর্বাধিক টর্ক জেনারেট করে।
৩) এর ইঞ্জিনে ৪ স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি গিয়ারবক্স নিচের দিকে কানেক্টেড।
৪) Bajaj CT100 বাইকের দৈর্ঘ্য ১৯৪৫ মিলিমিটার, প্রস্থ ৭৫২ মিলি মিটার এবং উচ্চতা ১০৭২ মিলিমিটার। এই বাইকের হুইল বেস ১২৩৫ মিলিমিটার এর। পাশাপাশি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিলিমিটার।
৫) এই বাইকে আপনারা পাবেন ১০.৫ লিটারের পেট্রোল ট্যাংক।
৬) Bajaj CT100 বাইকে সামনে ১২৫ মিলিমিটারের ট্রেবল, হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। পাশাপাশি পিছনে ১১০ মিলিমিটারের হুইল ট্রেবল , SNS সাসপেনশন দেওয়া হয়েছে।
৭) ব্রেকিং ফিচারের মধ্যে এই বাইকের সামনে ১৩০ মিলিমিটারের ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। পাশাপাশি পিছনে ১১০ মিলিমিটারের ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। সুরক্ষার জন্য রয়েছে CBS ফিচার।
দাম এবং গতি –
Bajaj CT100 এর দিল্লি এক্স শোরুমে দাম ৪৬,৪৩২ টাকা। এই বাইক সর্বাধিক ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি অর্জন করতে পারে।