পরিবেশ দূষণ যেমন মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলছে ঠিক তেমনি ক্রমবর্ধমান পেট্রোল ডিজেলের মূল্য মধ্যবিত্তের পকেটে টান দিচ্ছে। এরকম পরিস্থিতি দেশ তথা বিশ্বের সবাই ইলেকট্রিক যানবাহন ব্যবহার এর দিকে তাদের উৎসাহ দেখাচ্ছে। তাই ভারতের বিভিন্ন নামজাদা অটোমোবাইল কোম্পানি ভারতীয় গ্রাহকদের চাহিদা মত ইলেকট্রিক স্কুটি বা বাইক ভারতে লঞ্চ করছে। কিছুদিন আগেই জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি বাজাজ অটো ভারতের বাজারে ইলেকট্রিক চালিত Chetak স্কুটার লঞ্চ করেছিল।
কোম্পানি চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে ইলেকট্রিক চালিত Chetak স্কুটার লঞ্চ করেছিল। প্রথমদিকে এই স্কুটারের বিক্রির পরিমাণ খুবই কম ছিল। কারণ জানুয়ারি মাসের কিছুদিন পর থেকেই করোনাভাইরাস প্যানডেমিক এর জন্য দেশজুড়ে লকডাউন শুরু হয়ে গিয়েছিল। তবে শেষ ৩ মাসের ইলেকট্রিক Chetak স্কুটারের চাহিদা অবাক করে দিয়েছে খোদ কোম্পানিকে। কোম্পানি জানিয়েছে, শেষ তিন মাসে তারা মোট ৮১০ টি ইলেকট্রিক বাজাজ চেতক স্কুটার বিক্রি করেছে।
Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারে ৩ কিলোওয়াট এর লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই স্কুটার টি একবার পুরো চার্জে ৯৫ কিলোমিটার পথ যেতে পারে। যদিও এই স্কুটিতে এবিএস সিস্টেম নেই। স্কুটির ভারতীয় বাজারে মূল্য শুরু ১ লাখ ঢাকা থেকে। কোম্পানি জানিয়েছে, ইতিমধ্যেই ভারতে তাদের মোট ১৮ টি ডিলারশিপ আছে। যার মধ্যে পাঁচটি পুনে শহরে এবং বাকি ১৩ টি বেঙ্গালুরু শহরে।