নতুন বছরের শুরুতেই বিভিন্ন অটোমোবাইল কোম্পানি তাদের গাড়ি বা বাইকের দাম বৃদ্ধি করছে। তাতে ব্যতিক্রমী হয়নি জনপ্রিয় বাইক মেকার সংস্থা Bajaj Auto। তারা ভারতের বাজারে তাদের বিভিন্ন জনপ্রিয় বাইক যেমন Bajaj Pulser, Platina, CT100, Avenger ইত্যাদি বাইকের দাম বৃদ্ধি করতে চলেছে। এই বাইকগুলির দাম ৪০০ টাকা থেকে ২০০০ টাকা অব্দি বৃদ্ধি পেতে পারে। যদিওবা এই নিয়ে কোম্পানি ৪ মাসের মধ্যে ৩ বার তাদের বাইকের দাম বৃদ্ধি করল। আজকের এই প্রতিবেদনে জেনে নিন কোম্পানি কোন বাইকে কত টাকা দাম বৃদ্ধি করলো এইবার।
ভারতীয় বাজারে বাজেট লেভেল বাইকের মধ্যে বেশ জনপ্রিয় Bajaj Pulser সিরিজের বাইকগুলি। বর্তমানে ভারতের বাজারে বেশ বিক্রি হচ্ছিল Bajaj Pulser 125 স্প্লিট সিট মডেলটি। এবার সেই বাইকের ড্রাম ব্রেক ভার্সন এর দাম ১০২৪ টাকা বৃদ্ধি পেয়েছে এবং নতুন দাম হয়েছে ৭৪২৯৮ টাকা। অন্যদিকে বাইকটির ডিস্ক ব্রেক ভার্সন এর দামও ১০২৪ টাকা বৃদ্ধি পেয়েছে। দাম বাড়ার পরেই বাইকের দাম হয়েছে ৮১২৪২ টাকা। এছাড়া কোম্পানির Bajaj Pulser 150 এর দাম ১৪৯৭ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাইকের এক্স শোরুম মূল্য ১ লাখ ৩ হাজার টাকা। এছাড়াও জনপ্রিয় Bajaj Pulser NS160 এর দাম ১৪৯৭ টাকা বৃদ্ধি পেয়ে দাম হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা।
Bajaj কোম্পানির সবচেয়ে বাজেট লেভেল মূল্যের বাইক হল Bajaj CT100। এই বাইকের কিক স্টার্ট ভার্সনের দাম ৪৯৯ টাকা বৃদ্ধি পেয়েছে এবং নতুন দাম হয়েছে ৪৬৯৩১ টাকা। অন্যদিকে এর ইলেকট্রিক স্টার্ট ভার্সনের দাম ১৩৪৪ টাকা বৃদ্ধি পেয়েছে এবং নতুন বাইকের দাম হয়েছে ৫৩৪৯১ টাকা। এছাড়াও কোম্পানির Bajaj Avanger 160 এর দাম ১৪৯৮ টাকা বৃদ্ধি পেয়ে হয়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার টাকা।