করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল অটোমোবাইল ইন্ডাস্ট্রি ব্যবসা। সেই সময় তাদের কোন গাড়ি বা বাইক বিক্রি হচ্ছিল না। তারপরে আনলক প্রক্রিয়া চালু হওয়ার সময় থেকে তাদের ব্যবসার কিছুটা হলেও উন্নতি ঘটেছে। বড় ক্ষেত্রে ভাবতে গেলে অর্থনীতির ক্ষতি পোষাতে অটোমোবাইল ইন্ডাস্ট্রি ব্যবসার ক্ষতি হচ্ছে ব্যাপকভাবে। এবার ঘুরে দাঁড়াতে চায় তাই বাজাজ অটো। আর ব্যবসা প্রসারের জন্য অন্যতমভাবে দরকার নতুন কারখানা তৈরি।
ব্যবসাকে পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য বাজাজ অটো মহারাষ্ট্রের চাকানে নতুন স্কুটার কারখানা তৈরি করছে। এইজন্য তারা ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর কিছুদিন আগেই তারা তামিলনাড়ু হসুরে ২৪০০ কোটি টাকা বিনিয়োগ করে ইলেকট্রিক স্কুটার কারখানা তৈরি করেছিল। কোম্পানি তাদের শেয়ার মার্কেটে জানিয়ে দিয়েছে তারা ইতিমধ্যেই চুক্তিতে সই করে নিয়েছে। এই কারখানাতে জনপ্রিয় কেটিএম, ট্রাম্প টাইগার ইত্যাদি বাইকও তৈরি হবে। তবে প্রধানত কোম্পানির জনপ্রিয় চেতক মডেলের বিদ্যুৎ চালিত স্কুটারও চাকানের কারখানায় তৈরি করবে বাজাজ অটো।
Bajaj অটো মহারাষ্ট্র সরকারের সাথে এই শর্তে চুক্তি করেছে যাতে মহারাষ্ট্র সরকারের বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমতি, রেজিস্ট্রেশন, অনুমোদন, ছাড়পত্র, আর্থিক সুবিধা পাবে বাজাজ অটো। অবশ্য মহারাষ্ট্র সরকার বর্তমান নীতি এবং নিয়ম মেনেই সমস্ত অনুমোদন দিতে রাজি হয়েছে। এই ঘোষণা করার পর শেয়ারবাজারে বাজাজ অটোর প্রতি শেয়ারের দর মঙ্গলবারের ৩,২৩২.৪৫ টাকা থেকে ১.১৪ শতাংশ বেড়ে ৩,২৬৯.৩০ টাকা হয়েছে।