ভারতের নিজস্ব কোম্পানি Bajaj Auto তাদের গ্রাহকদের জন্য আবার একটি নতুন 180 সিসি এর বাইক নিয়ে এসে গেছে। দেশে Pulsar বাইকের জনপ্রিয়তা একেবারে আকাশ ছোঁয়া। 125, 150, 80, 200, 220 সিসি রেঞ্জে একের পর এক তাবড় তাবড় মডেল নিয়ে আসে Pulsar। কিন্তু এবারে 180 সিসি রেঞ্জে আসছে নতুন Pulsar 180 Roadster। এখনো সংস্থার তরফে কিছু জানানো হয়নি এই নতুন বাইকের ব্যাপারে। তবে এই বাইক নতুন প্রজন্মের জন্য বেশ কিছু নতুন ফিচার আসছে বলেই জানা যাচ্ছে।
Pulsar 180 সিসি আগের মডেলের থেকে এই নতুন Roadster অনেক আলাদা। এই নতুন মডেলে থাকবে টিন্টেড ভাইজার, ইঞ্জিন কাউল, এবং মাসকুলার ফুয়েল ট্যাংক। এছাড়াও আপনারা পাচ্ছেন স্প্লিট সিট, পিলিয়ন গ্র্যাব রেল। এছাড়াও led হেড ল্যাম্প থাকার সম্ভাবনা আছে। হ্যালোজেন হেড ল্যাম্প থাকবে। এছাড়াও আছে এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।
তবে এবারে এই Pulsar 180 Roadster এর ডিজাইন হবে অনেকটাই Pulsar 125 বা Pulsar 150 এর মত। এই বাইকের দাম লাখ খানেকের একটু বেশি হবে বলেই ধারণা। এছাড়াও এই নতুন বাইক সরাসরি টক্কর দেবে Suzuki Gixxer বাইকের সঙ্গে।