জনপ্রিয় বাইক মেকার সংস্থা Piaggio India কিছুদিন আগে ঘোষণা করেছিল তারা ভারতের বাজারে Aprilla RS660 ও Tuono660 লঞ্চ করতে চলেছে। এবার তারা তাদের কথা রাখলো। কিছুদিন হলো লঞ্চ হয়েছে RS660। এবার কোম্পানি তরফ থেকে জানানো হচ্ছে খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক মার্কেটে Tuono660 লঞ্চ করবে। আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করলে ভারতেও এই বাইক পাওয়া যাবে। এই বাইকের বুকিং চলতি বছর অক্টোবর মাস থেকে চালু হয়ে যাবে বলে জানিয়েছে কোম্পানি।
Tuono660 কোম্পানির একটি নেকেড স্পোর্টস বাইক। এই বাইকে ট্রিপল এলইডি হেড ল্যাম্প আছে। এতে ডিআরএল ও আছে। এই বাইকে ৬৬০ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন আছে যা ১০০ hp পাওয়ার এবং ৬৭ Nm টর্ক উৎপন্ন করতে পারে। বাইকে স্লিপার ক্লাচ সহ ৬ স্পিড ট্রানস্মিশন গিয়ার বক্স আছে। এছাড়াও এই বাইকে রাইড বাই ওয়ার থ্রটেল, মাল্টিলেভেল ট্রাকশন কন্ট্রোল ইত্যাদি প্রযুক্তি আছে। নিরাপত্তার জন্য বাইকে ABS প্রযুক্তি ও অ্যান্টি হুইলি কন্ট্রোল সিস্টেম আছে। এছাড়াও সোজা হাইওয়েতে নিশ্চিন্তে চালানোর জন্য বাইকে ক্রুজ কন্ট্রোল আছে।
Tuono660 বাইকটি মোট তিনটি কালার অপশনে লঞ্চ করবে। সেগুলি হল কনসেপ্ট ব্ল্যাক, ইরিডিয়াম গ্রে এবং অ্যাসিড গোল্ড। এই বাইকটি ভারতীয় বাজারে এক্স শোরুম মূল্য ১২-১৩ লাখ টাকা হতে পারে। এই বাইকটি ভারতে লঞ্চ করলে kawasaki Ninja 650 ও Honda CBR650R এর সাথে প্রতিযোগিতায় পড়তে পারে।