বর্তমানে বিশ্বজুড়ে পরিবেশ দূষণ একটা অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জীবাশ্ম জ্বালানির ধোঁয়াতে বায়ু দূষণ মাত্রা অতিক্রম করছে। সেই সাথে শহরগুলিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যানজটে নাজেহাল হয় মানুষজন। সেই কথা মাথায় রেখেই Aprilla কোম্পানি MT Distributions এর সাথে হাত মিলিয়ে eSR1 নামক ব্যাটারি চালিত একটি মাইক্রো স্কুটার লঞ্চ করেছে। এই মিনি স্কুটার ইলেকট্রিকের চার্জ হয়ে ব্যাটারীতে চলবে এবং দীর্ঘ যানজটের মাঝেও আপনি এই ছোট্ট মাইক্রো স্কুটার নিয়ে সময়ের মধ্যে নিজের গন্তব্যে পৌছাতে পারবেন।
MT Distributions এবার থেকে Aprilla ব্র্যান্ড নাম দিয়ে মাইক্রো ইলেকট্রিক স্কুটি লঞ্চ করবে। এই মাইক্রো স্কুটি ওজনের খুব হালকা হবে এবং শহরের যানজটের মধ্যে দিয়ে খুব সহজেই যাতায়াত করতে পারবে। এই মাইক্রো স্কুটিতে ৩৫০ ওয়াটের একটি মোটর আছে যাকে শক্তি প্রদান করবে ২৮০ ওয়াট এর একটি ব্যাটারি। এই ব্যাটারি ফুল চার্জ থাকলে মাইক্রো স্কুটিটি ৩০ কিমি অব্দি চলবে।
এই মাইক্রো স্কুটিতে বিভিন্ন ধরনের অত্যাধুনিক স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। অফিস বা বাড়িতে মাইক্রো স্কুটিকে সহজে চার্জ করার জন্য রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে ১০ ইঞ্চির টিউবলেস টায়ারের চাকা ব্যবহার করা হয়েছে। পুরো স্কুটির বডিতে ম্যাগনেসিয়াম আলোয় ব্যবহার করা হয়েছে যার জন্য এটিও জন্য খুবই হালকা। সামনের চাকায় ডুয়েল ফ্রন্ট ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক থাকবে। এছাড়াও এই মাইক্রো স্কুটিতে ৩.৫ ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে দেখা যাবে যাতে মাইক্রো স্কুটির স্পিড, চার্জ ইত্যাদি তথ্য জানানো হবে।
Aprilla eSR1 আগামী বছরের জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে পাওয়া যাবে। তবে এখনই এই মাইক্রো স্কুটি ভারতের বাজারে লঞ্চ হবে নাকি সেই নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই মাইক্রো স্কুটি লঞ্চ হলে যানজটের রাস্তায় খুব সহজেই মানুষ যাতায়াত করতে পারবে। এবার Aprilla ভারতের বাজারে কবে মাইক্রো স্কুটি আনার কথা ভাবছে, সেটাই দেখার।