বিশ্ব তথা ভারতের বাজারে বর্তমানে ইলেকট্রিক গাড়ি ব্যবহারের প্রচলন বেড়েছে। ক্রমবর্ধমান পেট্রোল ও ডিজেলের দাম ও সেই সাথে পরিবেশ দূষণ থেকে বাঁচতে সবাই ইলেকট্রিক গাড়ি ব্যবহার করার কথা ভাবছে। আর সেই জন্যই বিভিন্ন জনপ্রিয় অটোমোবাইল মেকার সংস্থা ইলেকট্রিক গাড়ি তৈরির দিকে মনোনিবেশ করেছে। এই ইলেকট্রিক গাড়ি প্রযুক্তি সম্পূর্ণ নতুন আমাদের কাছে। তাই যতই দিন যাচ্ছে ততই উন্নতি হচ্ছে এই প্রযুক্তির। এবার চিনা ই-কমার্স সংস্থা Alibaba বাজারে নতুন ইলেকট্রিক সেডান গাড়ি আনছে যাতে ওয়ারলেস চার্জ করা যাবে। এই নতুন প্রযুক্তি আনার জন্য কোম্পানি SAIC এর সাথে জোট বেঁধেছে। তারা তাদের নতুন প্রজেক্ট এর নাম দিয়েছে ইন্টেলিজেন্স ইন মোশন।
Alibaba কোম্পানির নতুন এই গাড়িতে দুটি ইলেকট্রিক মোটর আছে যা গাড়িটিকে শক্তি প্রদান করবে। দুটি মোটর মিলিতভাবে ৫৩৬ hp পাওয়ার উৎপন্ন করবে এবং ৭০০ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এই গাড়িটি মাত্র ৩.৯ সেকেন্ডে ০-৬২ মাইল প্রতি ঘন্টা গতিবেগ তুলতে পারবে। এই গাড়িতে একটি ৯৩ kwh এর ব্যাটারি আছে। এই গাড়ি এক চার্জে ৫৪৩ মাইল অব্দি যেতে পারবে। আপনি জানলে আরো অবাক হবেন, মাত্র এক ঘন্টা চার্জ করলে এই গাড়ি ৪৩-৫০ মাইল অব্দি পথ অতিক্রম করতে পারবে।
এই গাড়িতে অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। গাড়িতে একটি ৩৯ ইঞ্চির ওয়াইডস্ক্রিন ডিসপ্লে আছে এবং সেন্টার কনসলে আরো একটি ১২.৪ ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে। গাড়িটি চারিধারে ১৫ টি হাই ডেফিনেশন ক্যামেরা ও ১২ আল্ট্রাসনিক সেন্সর আছে। এই গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে চলতে পারবে। এই গাড়িটি চলতি বছরের এপ্রিল মাস থেকে প্রী অর্ডার নেয়া শুরু করবে। তারপর তারা ২০২২ এর প্রথম দিকে গ্রাহকদের ডেলিভারি দেয়া শুরু করবে।