ভারতীয় গ্রাহকদের মধ্যে রেসিং স্টাইল Kawasaki Ninja সিরিজের বাইকগুলি বেশ জনপ্রিয়। এবার জাপানের মার্কেটে Kawasaki কোম্পানি তাদের নয়া আপগ্রেডেড Kawasaki Ninja 250 2021 মডেল লঞ্চ করে দিল। চলতি মাস ডিসেম্বর থেকেই জাপানের বাজারে এই জনপ্রিয় বাইক পাওয়া যাবে। তবে এখনও অব্দি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়নি কবে এই বাইক ভারতে লঞ্চ হবে। তবে ভারতে Kawasaki Ninja বাইকের যা জনপ্রিয়তা আছে, তাতে এই বাইক নিশ্চয়ই লঞ্চ হবে।
নয়া Kawasaki Ninja 250 বাইকে স্পেসিফিকেশনের দিক থেকে তেমন কিছু পরিবর্তন না হলেও, বাইকের লুক আরো আকর্ষণীয় ও আগ্রেসিভ করে দেওয়া হয়েছে। এই বাইকে আগের মতই টুইন পড LED হেডল্যাম্প, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার, ফেয়ারিং ইন্টিগ্রেটেড ফন্ট ব্লিঙ্কারের ব্যবহার করা হয়েছে। কিন্তু এই বাইকের কালার স্কিম ও গ্রাফিক্সে চমকপ্রদ পরিবর্তন চোখে পড়বে। জাপানের বাজারে বাইকটি দুটি কালার গ্রাফিক্স অপশনে লঞ্চ হয়েছে। একটি হলো মেটালিক কার্বন গ্রে এবং অন্যটি KRT কালার এডিশন।
এরপর আসা যাক, Kawasaki Ninja 250 বাইকটির পারফরমেন্স সম্বন্ধে। এই বাইকে ২৪৮ সিসির, প্যারালাল টুইন, লিকুইড কুল ইঞ্জিন পাওয়া যায়। এই ইঞ্জিন ১২৫০০ rpm এ ৩৬.২ bhp পাওয়ার এবং ১০০০০ rpm এ ২৩ Nm টর্ক উৎপন্ন করতে পারে। বাইকে ৬ স্পিড ট্রান্সমিশন গিয়ার বক্স আছে। কিন্তু এতে স্লিপার ক্লাচ ও ক্লাচ অ্যাসিস্ট প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক ও পিছনের চাকায় মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ব্রেকিং এর জন্য এই বাইকের সামনের চাকায় ৩১০ মিমির ও পিছনের চাকায় ২২০ মিমির পেটাল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকে নিরাপত্তার জন্য ABS ব্রেকিং টেকনোলজি আছে।
জাপানের বাজারে Kawasaki Ninja 250 বাইকের মূল্য ৬৪৩৫০০ ইয়ান। অর্থাৎ ভারতীয় মূল্যে এই বাইকের দাম হবে প্রায় ৪.৫৭ লাখ টাকা। বাইকের সাথে কোম্পানি এবার কিছু এক্সেসরিস যেমন রিয়ার সিট কাউল, বড় উইন্ড স্ক্রিন, রেডিয়েটর স্ক্রীন ইত্যাদি অফিশিয়ালি লঞ্চ করছে। এরপর এই Kawasaki Ninja 250 কবে ভারতের বাজারে আসে, সেটাই দেখার।