আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে পুজোর সিজন। এই মুহূর্তে সকলেই চাইছেন নিজের যাতে একটা গাড়ি হোক।তাই অটোমোবাইল কোম্পানি গুলি এই মুহূর্তে তাদের ছোটখাটো গাড়ির উপরে আনছে বেশ বড় ছাড়। বর্তমানে এই কোম্পানিগুলো তাদের হ্যাচব্যাক গাড়ির উপরে দমদার ডিসকাউন্ট দিচ্ছে। যদি আপনিও হ্যাচব্যাক গাড়ি কেনার প্লানিং করেন, তাহলে এই গাড়ি গুলির মধ্যে একটি পছন্দ করুন।
১) Maruti Celerio – এই গাড়িতে বর্তমানে ২৫ হাজার টাকার কনসিউমার অফার এবং ২০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনারা পাচ্ছেন ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। অর্থাৎ সবমিলিয়ে আপনি বর্তমানে এই গাড়ি ৫০,০০০ টাকা ডিসকাউন্ট সহ পাচ্ছেন। পেট্রোল এবং সিএনজি উভয় মডেলে এই অফার লাগু হবে।
২) Maruti WagonR – এই গাড়িতে আপনাকে পেয়ে যাচ্ছেন ১৫ হাজার টাকার কনজিউমার অফার। এছাড়া থাকছে ২০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। অর্থাৎ আপনারা এই গাড়িতে সর্বমোট ৪০,০০০ টাকার ডিসকাউন্ট পাচ্ছেন। এই গাড়ির বর্তমান দাম ৪.৪৫ লক্ষ থেকে ৫.৯৪ লক্ষ টাকার মধ্যে ( এক্স শোরুম প্রাইস )।
৩) Maruti Ignis – এই গাড়িতে দেওয়া হচ্ছে ২০,০০০ টাকার কনজিউমার বোনাস। এছাড়াও থাকছে ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ অফার এবং ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। অর্থাৎ সবমিলিয়ে আপনারা এই গাড়িতে ৪৫,০০০ টাকার ডিসকাউন্ট পাচ্ছেন। ইগনিস এর টপ জিটা মডেল বাদে সমস্ত মডেলে এই ছাড় দেওয়া হচ্ছে। অন্যদিকে, জিটা ভেরিয়েন্ট এ থাকছে ৩৫,০০০ টাকার সর্বাধিক ডিসকাউন্ট। Ignis গাড়ির এক্স শোরুম প্রাইস ৪.৮৯ লক্ষ টাকা থেকে ৭.১৯ লক্ষ টাকার মধ্যে।