চীনের অন্যতম বড় মোবাইল কোম্পানি Xiaomi ভারতে নিয়ে চলে এসেছে তাদের নিজস্ব কাস্টম ইউজার ইন্টারফেস MIUI এর সর্বশেষ সংস্করণ MIUI 12। ইতিমধ্যেই, বেশকিছু স্মার্টফোনে এই নতুন MIUI 12 আপডেট চলে এসেছে, এবং বাকি অন্যান্য স্মার্টফোনগুলোতে আর কিছুদিনের মধ্যেই Xiaomi নিয়ে আসবে MIUI 12 আপডেট। ভারতে যারা Redmi K20 Pro, Redmi K20 এবং Poco X2 ব্যবহার করেন তারা এই নতুন MIUI 12 আপডেট পেয়ে গিয়েছেন।
নতুন MIUI সংস্করণে বেশকিছু নতুন আপগ্রেডেশন করা হয়েছে। কোম্পানির দাবি, আপনারা এই নতুন MIUI 12 ভার্সনে শাওমি, রেডমি অথবা পোকো স্মার্টফোন নতুন লুকে দেখতে পাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, আপাতত কোন কোন স্মার্টফোনে এই নতুন MIUI 12 আপডেট চলে এসেছে এবং বাকি স্মার্টফোনে কবে MIUI 12 আপডেট আসবে।
Redmi K20 Pro – এসে গেছে আপডেট
Redmi K20 – এসে গেছে আপডেট
Poco X2 – এসে গেছে আপডেট
Mi10 – এসে গেছে আপডেট
Redmi Note 9 – আগস্ট / সেপ্টেম্বর
Redmi Note 9 Pro – আগস্ট / সেপ্টেম্বর
Redmi Note 8 – আগস্ট / সেপ্টেম্বর
Redmi Note 8 Pro – আগস্ট / সেপ্টেম্বর
Redmi Note 7 – আগস্ট / সেপ্টেম্বর
Redmi Note 7 Pro – সেপ্টেম্বর
Poco M2 Pro – সেপ্টেম্বর
Poco F1 – সেপ্টেম্বর / অক্টোবর
Redmi Note 7s – সেপ্টেম্বর / অক্টোবর
Redmi 8 – সেপ্টেম্বর / অক্টোবর
Redmi 8A Dual – সেপ্টেম্বর / অক্টোবর
Redmi 7 – অক্টোবর
Redmi 7A – অক্টোবর
Redmi 6 Pro – অক্টোবর
Redmi 6 – অক্টোবর
Redmi 6A – ২০২০ এর শেষের দিকে
Redmi Note 5 – ২০২০ এর শেষের দিকে
Redmi Note 5 Pro – ২০২১ এর শুরুর দিকে
Redmi Y3 – ২০২০ এর শেষের দিকে
Redmi Note 6 Pro – ২০২১ এর শুরুর দিকে
এবার চলুন জেনে নিই, নতুন MIUI 12 গ্লোবাল আপডেটে নতুন কি কি ফিচার যুক্ত হতে চলেছে –
নতুন MIUI 12 ইউজার ইন্টারফেসে আপনারা পেয়ে যাবেন উন্নত ইউজার প্রাইভেসি, কাস্টিং ফিচার, উন্নত টেক্সট রেকোগ্নিশন, ভার্চুয়াল আইডেন্টিটি, আল্ট্রা ব্যাটারি সেভিং মোড, সাউন্ড অ্যাসিস্ট্যান্ট, ফোকাস মোড, ম্যাজিক ক্লোন ফিচার, কাস্টমাইজ অ্যানিমেশন এবং আরো উন্নত গ্রাফিকস, রিডিং মোড, স্ক্রীন ইউসেজ ট্র্যাকার, পার্সোনালাইজ হেলথ অ্যাপ্লিকেশন, পিকচার ইন পিকচার ফিচার এবং ফ্লোটিং উইন্ডো – মাল্টিটাস্কিং এর জন্য, সুপার ওয়ালপেপার এবং অসাধারণ মাল্টিটাস্কিং স্টেবিলিটি, অলওয়েজ অন ডিসপ্লে এবং ডার্ক মোড।