প্লে স্টোরে লঞ্চ হয়ে গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিশিয়াল করোনাভাইরাস অ্যাপ্লিকেশন। সম্প্রতি তারা গুগল প্লে স্টোরে অফিশিয়ালি নিয়ে এসেছে WHO Covid – 19 updates app। বর্তমানে আপনারা প্লে স্টোরে গেলে এই অ্যাপ্লিকেশন খুব সহজে খুজে পাবেন। আপনাদের জানিয়ে রাখি এবছর এপ্রিল মাসে এই এপ্লিকেশন প্রথমবার নিয়ে আসা হয়েছিল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। কিন্তু পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয় ওই অ্যাপ্লিকেশন একটি বিটা ভার্সন অ্যাপ্লিকেশন ছিল। তবে বর্তমানে আট মাস পরে, WHO এর করোনাভাইরাস এর অফিশিয়াল এপ্লিকেশন গুগল প্লে স্টোরে লঞ্চ করা হলো।
প্লে স্টোরে গিয়ে WHO COVID-19 UPDATES লিখে সার্চ করলে আপনারা এই এপ্লিকেশন খুঁজে পাবেন। এই অ্যাপ এর সাইজ রাখা হয়েছে মাত্র ৮.৮ এমবি এবং অ্যান্ড্রয়েড ৪.১ এবং এর পরবর্তী সমস্ত ভার্সন এর উপরে এই অ্যাপ্লিকেশন কাজ করবে। ইতিমধ্যেই ১,০০০ জন এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফেলেছেন।
পাবলিক রিলিজে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা WHO এবং ওই অরগানাইজেশনের স্থানীয় পার্টনারের থেকে ইনফরমেশন নিতে পারবেন। এছাড়াও আপনারা করোনা ভাইরাসের সংক্রমনের সমস্ত ধরনের তথ্য পাবেন। সমস্ত আপডেট এবং প্যানডেমিক সময়ের সমস্ত পরিস্থিতির ব্যাপারে আপনারা জানতে পারবেন।
এছাড়াও এই অ্যাপ্লিকেশনে আপনারা রিয়েল টাইম আপডেট পাবেন আপনার লোকেশন এর নিরিখে। বর্তমানে এই অ্যাপ্লিকেশনে নতুন নতুন লোকেশন যোগ করার কাজ চলছে। আর কিছুদিনের মধ্যেই এই অ্যাপ্লিকেশনে আরো বেশ কিছু জায়গার তথ্য সংযুক্ত করা হবে। শুধু তাই নয়, কঠিন পরিস্থিতিতে আপনারা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবেন সেই বিষয়ে আপনাকে পরামর্শ দিয়ে দেবে এই বিশেষ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন – WHO COVID-19 UPDATES