প্রায় সব সময় হোয়াটসঅ্যাপ খবরের শিরোনামে থাকেই। এদের পেমেন্ট প্লাটফর্ম WhatsApp Pay থেকে শুরু করে এদের মেসেজিং প্লাটফর্ম সবকিছুই কিন্তু খবরে থাকার মতো বিষয়। তবে কিছুদিন আগে আমরা জানতে পেরেছিলাম একটি রিপোর্টে যে, পুরনো Android এবং iOS স্মার্টফোনের জন্য ২০২১ থেকে হোয়াটসঅ্যাপের পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে।
সেই রিপোর্টে লেখা ছিল, অ্যান্ড্রয়েড ৪.০.৩ এর পুরনো সংস্থা অ্যান্ড্রয়েড ফোন এবং iOS 9 এর কমের যেকোনো অ্যাপল ডিভাইসে এবার থেকে আর সাপোর্ট করবে না WhatsApp। তবে সম্প্রতি আরো একটি রিপোর্টে আমরা জানতে পেরেছি, এটি এখনই হচ্ছে না। হোয়াটসঅ্যাপ বিটা ইনফোর এই রিপোর্টে আমাদের জানানো হয়েছে, আপাতত হোয়াটসঅ্যাপ এর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। তাই এই সিদ্ধান্ত এখনই গ্রহণ করা হচ্ছে না।
এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপের সাপোর্ট পেজে দেখা যাচ্ছে, তারা পুরনো এন্ড্রয়েড ভার্সন এর জন্য এখনো তাদের সাপোর্ট চালিয়ে যাবে। পাশাপাশি জিও ফোন এবং JioPhone 2 এর ক্ষেত্রেও আপনারা এখনও WhatsApp এর সাপোর্ট পেতে থাকবেন। তবে পরবর্তীকালে হয়তো এই সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। তাই আমরা এখনো বলবো, যত তাড়াতাড়ি সম্ভব আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন অথবা আইফোন আপগ্রেড করে নিন। কারণ এখন না হলেও, খুব তাড়াতাড়ি এই সমস্ত ফোনে WhatsApp এর সার্ভিস বন্ধ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।