২০২০ প্রায় শেষের মুখে। এই বছর প্রায় সকলের জন্যই ছিল একটি দুঃস্বপ্ন। কিন্তু এখনও পর্যন্ত পিছু ছাড়েনি করোনা। মারন ভাইরাসের নতুন ভ্যারিয়েশন নিয়ে ইতিমধ্যেই সকলেই আতঙ্কে ভুগছেন। তারই মধ্যে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত সকলে। বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া কিন্তু এই বছর হবে না। এই কারণে যা করতে হবে সব বাড়ি বসেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখন প্রধান ভরসা। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মাধ্যমে একে অন্যকে বাড়ি বসে শুভেচ্ছা বার্তা পাঠাতে হবে। একটু নতুনভাবে উদযাপন করতে হবে নতুন বছর। তাই বিশ্বের সবথেকে বড় ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে বেশ কিছু নতুন ফিচার যার মাধ্যমে আপনি বাড়ি থেকে ভালোভাবে নতুন বছর সেলিব্রেট করতে পারবেন। তার মধ্যে আছে নানান নতুন স্টিকার প্যাক। এই প্যাক কিভাবে তৈরি করবেন নিজে নিজে চলুন জেনে নেওয়া যাক।
প্রথমে গুগল প্লে স্টোর থেকে স্টিকার মেকার অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন।
তারপরে ডাউনলোড এবং ইন্সটল হয়ে গেলে ক্রিয়েট এ নিউ স্টিকার প্যাক অপশনে ট্যাপ করুন।
তারপর যেই স্টিকার প্যাক তৈরি হবে, তার নাম এন্টার করুন এবং অথার নেম এন্টার করুন।
আপনি প্রতিটি স্টিকার প্যাকে সর্বাধিক ১৫টি স্টিকার যোগ করতে পারবেন। এইবারে একটি বক্সে ক্লিক করুন এবং পছন্দমত অপশন বেছে নিন। আপনার গ্যালারিতে যদি ভালো ছবি থাকে তাহলে গ্যালারি থেকে সেই ফাইলগুলি সিলেক্ট করুন।
তারপর সেই ইমেজ থেকে স্টিকার তৈরি করুন।
আপনি সেই সমস্ত ছবি এডিট করার অপশন পাবেন। নানা আকৃতিতে ছবি কাটার অপশন আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি মনের মত কাট এবং ক্রপ করে নেবার সুবিধা পাবেন। তারপর পছন্দমত টেক্সট যোগ করুন। সবশেষে স্টিকার তৈরি হয়ে গেলে হোয়াটসঅ্যাপে স্টিকার যোগ করুন।
এবার অ্যাড টু হোয়াটসঅ্যাপ অপশনে ট্যাপ করুন। তাহলেই আপনি আপনার হোয়াটসঅ্যাপে আপনার তৈরি নতুন স্টিকার প্যাক ব্যবহার করতে পারবেন।