জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম WhatsApp এ বর্তমানে একটি ম্যাসেজ ভাইরাল হয়ে রয়েছে। সেখানে জানানো হয়েছে যে ভারত সরকার দেশের সমস্ত নাগরিকের বাড়িতে বিনামূল্যে সোলার প্যানেল বসিয়ে দেওয়ার একটি প্রকল্প নিয়ে এসেছে। আপনাদের জানিয়ে রাখি, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া এই মেসেজটি সম্পূর্ণরূপে ভুয়ো এবং আপনি এই মেসেজের ফাঁদে কখনোই পা দেবেন না।
প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাট চেকিং এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ভাইরাল মেসেজ এর ব্যাপারে আমরা জানতে পেরেছি। এই একাউন্টে পিআইবি সম্পূর্ণরূপে জানিয়ে দিয়েছে যে, ভারত সরকার এরকম কোন স্কিম নিয়ে আসেনি। পাশাপাশি ব্যবহারকারীরা যাতে এই রকম স্কিম এর ফাঁদে পা না দেন সেই বিষয়ে সর্তকতা অবলম্বন করতে অনুরোধ করেছে পিআইবি।
হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে থাকা এই মেসেজে জানানো হয়েছে, ভারত সরকার বিনামূল্যে একটি ফর্ম ফিলাপ করলেই ভারতের প্রত্যেক বাড়িতে সোলার প্যানেল বসিয়ে দিচ্ছে। এই মেসেজে ফর্মের লিংকটি যুক্ত করা থাকছে, এবং এই লিঙ্কে ক্লিক করলেই আপনি অনলাইন জালিয়াতির শিকার হয়ে যাচ্ছেন।
এই মেসেজটি বর্তমানে বহু গ্রুপে এবং পার্সোনাল মেসেজ ফরওয়ার্ড করা হয়েছে। বর্তমানে হোয়াটসঅ্যাপে এই ধরনের জাল মেসেজের সংখ্যা দিনে দিনে বেড়েই যাচ্ছে। বিশেষত করোনাভাইরাস পরিস্থিতির সময়, এই জাল মেসেজের সংখ্যা আরো বেড়ে গেছে। তাই এই ধরনের মেসেজ এর ব্যাপারে সব সময় সতর্ক থাকবেন। এবং যদি এরকম কোন মেসেজ পেয়ে থাকেন তাহলে সকলকে এই মেসেজটির বিষয়ে সতর্ক করবেন।