আবারো বিতর্কের মুখে পড়ল বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। গত বছরে গুগলে একবার সার্চ করার ফলেই চলে এসেছিল বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট এর সমস্ত তথ্য। আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি হলো এইবার। এবারে ব্যবহারকারীদের গ্রুপ চ্যাট এর সমস্ত তথ্য গুগল সার্চে সরাসরি চলে এলো। শুধুমাত্র বিশ্বব্যাপী গ্রুপ না, ভারতের গ্রুপ চ্যাট এর সমস্ত তথ্য কিন্তু google-এ চলে এসেছে। এমনটাই অভিযোগ জানিয়েছেন অনেকে।
সাইবার সিকিউরিটি রিসার্চার দের রিপোর্টে অনেকটা এরকম চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গতবার হোয়াটসঅ্যাপ এবং গুগল একটি ভুল করেছিল। এবার আবারও সেই একই ভুলের পুনরাবৃত্তি হলো। বছর ঘুরতে না ঘুরতেই সমস্ত চ্যাটে তথ্য আবারো ইন্টারনেটে হয়ে গেল ফাঁস।
তবে এবারে অভিযোগ আরো গুরুতর। আগেরবার শুধু গ্রুপ চ্যাট প্রকাশ্যে এসেছিল। এবারে এসেছে ইউজার দের ফোন নম্বর থেকে শুরু করে প্রোফাইল পিকচার সবকিছু। যেকোনো ইউজার তার হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট এর ইউআরএল সার্চ করলে সমস্ত কিছু দেখতে পাবেন বলে জানা গিয়েছে। এছাড়াও ব্যবহারকারীরা ইউ আর এল টাইপ করে গুগল থেকে দেখে নিতে পারবেন তার গ্রুপে কি চলছে। ফটো ভিডিও সব কিছু দেখা যাবে। এমনকি অন্যান্য কোন গ্রুপের ইউআরএল পেয়ে গেলে, সেটি সার্চ করে তাদের মেম্বারদের ফোন নম্বর থেকে শুরু করে গ্রুপের কথোপকথন সবকিছু দেখা যাবে।
সোমবার হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে যে, তারা Google থেকে তাদের ইনডেক্সিং সরানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। খুব শীঘ্রই তারা ব্যবহারকারীদের এবং গ্রুপ ইনভাইট এর সমস্ত তথ্য সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হবে। তারা জানিয়েছে,” ইতিমধ্যেই তারা গুগলের সঙ্গে যুক্ত হয়ে এই সমস্ত চ্যাট ইনডেক্স থেকে বের করা শুরু করেছে।” হোয়াটসঅ্যাপ আরো জানিয়েছে,”মনে করিয়ে দিই, যখন কেউ গ্রুপে যুক্ত হয় তখন সকলে দেখতে পায় যে ওই ব্যক্তি গ্রুপে যুক্ত হয়েছে। এছাড়াও এডমিনের কাছে খুব সহজে থেকে বের করে দেওয়ার অপশন থাকে। পাশাপাশি যেকোনো মুহূর্তে এডমিন গ্রুপের ইনভাইট লিংক পরিবর্তন করতে পারে। তাই ইনডেক্সিং এর সমস্ত সমস্যা সামলে নেওয়া হয়েছে।