হোয়াটসঅ্যাপ প্রায় দু’বছর আগে ব্যবহারকারীদের চ্যাট এক্সপেরিয়েন্স আরও উন্নত করার জন্য নিয়ে এসেছিল স্টিকার প্যাক ফিচার। তবে যদি আপনার স্টিকার প্যাকে অনেকগুলি স্টিকার চলে আসে, তাহলে সঠিক স্টিকার খুঁজতে অত্যন্ত অসুবিধা হয়। তবে এবার হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য একটি আকর্ষণীয় ফিচার নিয়ে হাজির হলো। এখানে ব্যবহারকারীরা তাদের নিজের পছন্দমত স্টিকার সার্চ করে তাদের প্রিয় জনকে পাঠাতে পারবেন। প্রত্যেকটি স্টিকার খুঁজে বের করার সমস্যা আর থাকছে না হোয়াটসঅ্যাপে।
আপাতত অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের হোয়াটসঅ্যাপে এই নতুন সুবিধা নিয়ে আসা হয়েছে। আপাতত এই ফিচার বিটা ভার্সন এ কাজ করছে। এই ফিচার একটি নতুন সার্চ বার আপনারা দেখতে পাবেন, যা আপনার স্টিকার কালেকশন খুঁজে বের করতে সাহায্য করবে। এছাড়াও হোয়াটসঅ্যাপে আপনারা বিভিন্ন স্টিকার আলাদা আলাদা ক্যাটেগরিতে সেট করে রাখতে পারবেন।
এই ফিচার সর্বপ্রথম আমাদের কাছে এনেছে হোয়াটসঅ্যাপ বিটা ইনফো। তাদের রিপোর্ট অনুযায়ী, বিটা ভার্সন ২.২০.১৯৮.৫ আপডেটে এই নতুন পরিবর্তন আপনারা দেখতে। এই নতুন আপডেটে আপনারা একটি লেন্স বাটন পেয়ে যাবেন যা ইমোজি, জিআইএফ এবং স্টিকার শর্টকাট এর সঙ্গে যুক্ত থাকবে। এর মাধ্যমেই আপনি আপনার স্টিকার সার্চ করতে পারবেন। এছাড়াও আপনি একটি সার্চ বার পাবেন যেখানে বিভিন্ন ট্যাব আপনারা দেখতে পাবেন। এর প্রত্যেকটি ট্যাবে রয়েছে আলাদা আলাদা ক্যাটেগরি, যেমন – লাভ, গ্রিটিংস, হ্যাপি, স্যাড, অ্যাংরি এবং সেলিব্রেট।
আপনি আপনার পছন্দের স্টিকার অন্য ট্যাবে পাঠিয়ে দিতে পারবেন। এছাড়াও আপনারা সার্চ বারে নিজের পছন্দের ক্যাটাগরির স্টিকার সার্চ করে বন্ধুদের পাঠাতে পারবেন। যদিও এই ফিচার একেবারেই অস্থায়ী, এবং মাত্র একবার ব্যবহার করলে এই ফিচার চলে যাচ্ছে। অর্থাৎ এখনো অব্দি বিটা ভার্সনেও এই ফিচার ঠিকঠাক ভাবে দেখা যায়নি।
এই ফিচারটি স্টেবল ভার্সনে আসতে এখনো কিছুদিন সময় লাগবে। তাই যদি আপনারা এখনই এই ফিচার ব্যবহার করতে চান তাহলে Apk Mirror এর মত ওয়েবসাইট থেকে হোয়াটসঅ্যাপ এর বিটা ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। তবে মনে রাখবেন অবশ্যই তার আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করা হোয়াটসঅ্যাপ এর ভার্সনটি আনইন্সটল করবেন।