নতুন বছরে নতুন রেকর্ড গড়েছে ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। হ্যাপি নিউ ইয়ার উইশ জানাতে বিশ্বব্যাপী বিরাট সংখ্যক মানুষ জন এই অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন। এছাড়াও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ এর শরণাপন্ন হয়েছেন বহু মানুষ। পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এই বছর পহেলা জানুয়ারিতে কমপক্ষে ১.৪ বিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস এবং ভিডিও কল করেছেন। মাত্র একদিনের মধ্যে এই সংখ্যা যে কোন প্লাটফর্মে একটি রেকর্ড তৈরি করতে পারে।
গত বছর ২০১৯ এর বর্ষবরণের রাতে হোয়াটসঅ্যাপে ভয়েস এবং ভিডিও কলের পরিমাণ এই বছরের থেকে ৫০% কম ছিল। ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছিল, বিশ্বজুড়ে করোনার দাপট বেড়েছে এবং সেই কারণে ডিজিটাল কমিউনিকেশন যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। কিছুদিন আগে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ কলিং এর লিমিট ৪ থেকে বাড়িয়ে ৮ করেছে WhatsApp।
২০২০ সালে ভয়েস এবং ভিডিও কলিং এর উপরে বেশ গুরুত্ব আরোপ করেছে হোয়াটসঅ্যাপ। ২০১৯ সালে বর্ষবরণে ,২০ বিলিয়ন মানুষ ম্যাসেজ পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে। তার মধ্যে ভারতে এই সংখ্যা ছিল ১২ বিলিয়ান। এই মুহূর্তে গোটা বিশ্বে ভারতে সবথেকে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছেন। এই ব্যবহারকারীর সংখ্যা ৪০০ মিলিয়ন।