নতুন বছরের শুরুতেই নতুন করে প্রাইভেসি পলিসি বদল ঘটতে চলেছে মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। বর্তমানে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই ম্যাসেজিং অ্যাপ্লিকেশন। তার মধ্যে হোয়াটসঅ্যাপ এবার ব্যবহার করতে গেলে ইউজারদের হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি মানতেই হবে। এবারে যদি আপনারা প্রাইভেসি পলিসি একসেপ্ট না করেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।
হোয়াটসঅ্যাপের এই প্রাইভেসি পলিসি বদল এর কারণ হিসেবে ফেসবুক এবং ইন্সটাগ্রাম এর সঙ্গে সংযোগকে জানানো হচ্ছে।
কিছু বছর আগে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মালিকানায় চলে এসেছে। ইন্সটাগ্রাম এর সঙ্গে সংযোগ করা হয়েছে এই ম্যাসেজিং অ্যাপ্লিকেশনকে। এছাড়াও এই অ্যাপ্লিকেশন কে নতুন করে সাজাতে এবারে নতুন একটি প্রাইভেসি পলিসি নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। সেখানে জানানো হয়েছে, লাইসেন্স ব্যবহারকারীদের পরিষেবা ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে ছবি আপলোড থেকে সবকিছু বিশ্বব্যাপী হবে। লাইসেন্স ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে বেশ কিছু পরিসেবা। টেক্সট ভিডিও সবকিছু হবে এনক্রিপটেড। অর্থাৎ দুইজন ছাড়া আর কেউ কিন্তু ওই ছবি বা ভিডিও দেখতে পাবে না।
যারা এখনো পর্যন্ত এনক্রিপশন অ্যাকসেপ্ট করেননি তাদের এখন থেকে একসেপ্ট করে নিতে হবে। না হলে আপনার অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে। আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে এই সমস্ত প্রাইভেসি পলিসি আপডেট করে ফেলুন। নয়তো আর কিন্তু ব্যবহার করতে পারবেন না আপনার প্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ।