বিশ্বের সবথেকে বড় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার হল প্রাইভেসি। তবে নতুন প্রাইভেসি পলিসি এর মাধ্যমে এই প্রাইভেসি কিছুটা হলেও ঘোলাটে হয়ে গিয়েছে। সম্প্রতি জানা গিয়েছে যদি আপনি সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হন তাহলে এবার থেকে আপনাকে নতুন প্রাইভেসি পলিসি মেনে চলতে হবে। নতুবা আগামী ৮ ফেব্রুয়ারির পর থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।
নতুন প্রাইভেসি পলিসি দেখা যাচ্ছে এখন হোয়াটসঅ্যাপ এবং এদের কোন স্বাধীনতা বর্তমানে নেই। নতুন আপডেটেড পলিসি ব্যবহারকারীদের ওপর বেশ কিছুটা প্রভাব ফেলতে পারে এবং তাদের জরুরী তথ্য অন্যরকম ভাবে ব্যবহার হতে পারে। তাই যদি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হন তাহলে ব্যাপারটি জেনে নিন।
হোয়াটসঅ্যাপ থেকে নতুন প্রাইভেসি পলিসি তে তিনটি নতুন নতুন বিষয় নিয়ে আসতে চলেছে। প্রথমত হলো কীভাবে আপনার ডেটা ব্যবহার করা হবে। দ্বিতীয়তঃ ব্যবসায়ীরা আপনার তথ্য যা আপনি ফেসবুকে সঞ্চয় করে রেখেছেন তা ব্যবহার করে তাদের ব্যবসা বড় করতে পারেন। এবং তৃতীয়ত, হোয়াটসঅ্যাপের মতো জায়গাতে ফেসবুকের ইন্টিগ্রেশন আরো বড় হতে চলেছে।
তাই এবার থেকে যদি আপনি কোন বিজনেস একাউন্ট এর সাথে কথা বলেন তাহলে খুব সাবধানে কথা বলবেন। কারণ আপনি যদি কোন বিজনেস একাউন্ট এর সাথে কথা বলেন তাহলে কিন্তু আপনার ডেটা অন্যভাবে ব্যবহার হতে পারে। অন্য কোন third-party সার্ভিস প্রোভাইডার আপনার তথ্য ব্যবহার করতে পারে।
এছাড়াও যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে দেন তাহলে কিন্তু কোন রকম ভাবেই আপনার চ্যাট সিকিওর হবে না। কারন ফেসবুক আপনার তথ্য কিন্তু সেভ করে রেখে দেবে। তাই নতুন প্রাইভেসি পলিসি অনুযায়ী আপনাকে হোয়াটসঅ্যাপে কথা বলতে হলে আরো বেশি সতর্ক থাকতে হবে।