বর্তমান প্রজন্মের জীবন হোয়াটসঅ্যাপ ছাড়া একেবারেই অচল। আমরা ছোট ছোট কাজের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। তবে এমন সময় থাকে যেখানে কাজের মাঝে আমরা কাউকে মেসেজ পাঠাতে ভুলে যাই। অনেক সময় বন্ধুর জন্মদিনে তাকে সময়মত উইশ করা হয় না। তাই আমরা নিয়ে এসেছি এমন কিছু পদ্ধতি যার মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ সিডিউল করে রাখতে পারবেন।
এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে নিজস্ব কোন মেসেজ শিডিউলের ব্যবস্থা নেই। তবে কিছু third-party অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটি করা সম্ভব হতে পারে। জেনে নেওয়া যাক কিভাবে আপনি এটা করতে পারবেন।
এন্ড্রয়েড ফোনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন SKEDit অ্যাপ্লিকেশন। ডাউনলোড হয়ে গেলে এবার একটি অ্যাকাউন্ট তৈরি করুন। অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনার কাছে এই অ্যাপ্লিকেশন সার্ভিস চালানোর জন্য প্রয়োজনীয় অনুমতি চাইবে। এবার এই তালিকা থেকে সিলেক্ট করুন হোয়াটস্যাপ। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি সরাসরি পৌঁছে যান হোয়াটসঅ্যাপে।
এবারে যাকে আপনি ম্যাসেজ পাঠাতে চান তার নামে ক্লিক করুন। এবার মেসেজ লিখে তারিখ এবং সময় সিলেক্ট করে চলে আসুন। আরো একটি অপশন আপনি দেখতে পাবেন। সেটা হল, Ask Me Before Sending। এই অপশন চালু থাকলে মেসেজ পাঠানোর আগে আপনার কাছে নোটিফিকেশান আসবে। ওই নোটিফিকেশনে জিজ্ঞেস করা হবে আপনি কি মেসেজটি পাঠাতে চান নাকি না। যদি আপনি হ্যাঁ করেন তবে এই মেসেজটি যাবে।
আর যদি আপনি আইফোন ব্যবহার করেন, তাহলে আপনার কোন রকম অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না। খুব সাধারণভাবে আপনি সিরি অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে আপনার মেসেজ সিডিউল করতে পারেন। ওই অ্যাপ্লিকেশন এর ভিতরে ঢুকে + বাটনে ক্লিক করে create personal automation সিলেক্ট করুন। এবার যাকে মেসেজ পাঠাতে চান তার নাম ক্লিক করুন এবং সময় এবং দিন ঠিক করে দিন।