বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি আছে। তারই মধ্যে হোয়াটসঅ্যাপে একটি নতুন খবর নিয়ে এসে অনেক ব্যবহারকারীদের জন্য একটি সমস্যার সৃষ্টি করে দিল। আমরা যেভাবে নতুন বছরে যাবার আগে পুরনো সমস্ত কিছু ছেড়ে ফেলে দিই। সেরকম হোয়াটসঅ্যাপ পুরনো সমস্যা সিস্টেম ফেলে দিয়ে নতুন করে পথ চলা শুরু করছে। বেশ কিছু পুরনো সিস্টেম থেকে এবার বন্ধ করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ সাপোর্ট। Android ৪.০.৩ এর আগে যে সমস্ত ফোন রয়েছে অথবা যে ফোন iOS 9 এর পুরনো অপারেটিং সিস্টেমে চলছে সেগুলিতে আগামী বছর থেকে আর হোয়াটসঅ্যাপ চলবে না।
চলতি বছরে একাধিক সিস্টেমে পরিবর্তন নিয়ে আসা হয়েছে হোয়াটসঅ্যাপে তরফ। বেশ কিছু পুরনো ফিচার বদলে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। তবে এইবার এই নতুন সিস্টেম আনার ফলে যারা পুরনো ভার্সনের ফোন ব্যবহার করতেন তাদের জন্য আর হোয়াট্সঅ্যাপ কাজ করবেনা।এবার তাদেরকে যদি হোয়াটসঅ্যাপ চালাতে হয় তাহলে অবশ্যই ফোন পরিবর্তন করতে হবে।
তবে ফোন যদি আপগ্রেড করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপগ্রেড করাতে পারেন। তাহলে আর হোয়াটসঅ্যাপ চালাতে কোন অসুবিধা হবে না।তবে হঠাৎ এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার ফলে সমস্যায় পড়তে পারেন বহু মানুষ। সমস্যা দাবি করেছে, এতটা পুরনো ফোন ব্যবহার করেন এরকম মানুষের সংখ্যা খুব কম। তবে সেরকম ফোনে সিকিউরিটি খুব খারাপ থাকে। এই কারণে, ওই সমস্ত ফোন থেকে হোয়াটসঅ্যাপ এর সাপোর্ট তুলে দেওয়া হতে চলেছে। তবে যেগুলিতে আপনার আপডেট করতে পারবেন আপনার এন্ড্রয়েড অথবা আইওএস ভার্সন, সেগুলোতে হোয়াটসঅ্যাপ চলবে কোন সমস্যা ছাড়া।