বিশ্বের সবথেকে জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম WhatsApp আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল, তারা তাদের নতুন প্রাইভেসি পলিসি কার্যকালের সময়সীমা আরো ৩ মাস বৃদ্ধি করেছে। একটি অফিসিয়াল ব্লগ পোস্টে ফেসবুক অধিকৃত এই কোম্পানি জানিয়েছে, তারা ব্যবহারকারীদের আরো অনেকটা সময় দিতে চলেছে নতুন প্রাইভেসি পলিসি বুঝে নেওয়ার জন্য। উল্লেখ্য, এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি মেনে নেওয়ার শেষ সময় সীমা ছিল ৮ ফেব্রুয়ারি। কিন্তু এই নতুন ঘোষণার পরে এই তারিখ বৃদ্ধি পেয়ে হয়ে দাঁড়িয়েছে ১৫ মে। নতুন বছরের শুরুর দিকে প্রাইভেসি পলিসি আপডেটের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ এর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করে। এমনকি, হোয়াটসঅ্যাপে বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করা হয়েছে। তাই জনগণের চাপে পড়ে, বর্তমানে বাধ্য হয়ে প্রাইভেসি পলিসি গ্রহণের শেষ সময় সীমা বৃদ্ধিতে বাধ্য হল এই ইন্সট্যান্ট মেসেজিং প্লাটফর্ম।
এই ব্লগ পোস্টে পরিষ্কার ভাবে জানানো হয়েছে, এই নতুন প্রাইভেসি পলিসি আগামী ১৫ মে এর আগে লাগু করা হবে না। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই নতুন প্রাইভেসি পলিসি নিয়ে অনেক ভুল তথ্য ইন্টারনেটে ছড়িয়ে রয়েছে।অনেকে এই প্রাইভেসি পলিসি নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে জনগণের মাঝে। তাই প্রত্যেক কে ভালোভাবে নতুন প্রাইভেসি পলিসি বুঝে নেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ সবসময়ই অত্যন্ত সাফ সুথরা একটি ম্যাসেজিং প্লাটফর্ম হিসেবে পরিচিত হয়ে এসেছে। হোয়াটসঅ্যাপের চ্যাট সব সময় ছিল এন্ড টু এন্ড এনক্রিপটেড। কোম্পানি জানিয়েছে, নতুন প্রাইভেসি পলিসি এই এনক্রিপশনের উপরে কোনো হস্তক্ষেপ করবে না। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এবং তাদের অন্য কোম্পানি কেউ আপনার চ্যাট পড়তে পারবে না। এছাড়াও তাদের বক্তব্য, প্রাইভেট মেসেজিং অ্যাপ্লিকেশনে কোনরকম পরিবর্তন করা হচ্ছে না। বরং, এই পরিবর্তন আনা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট এর ক্ষেত্রে। যদি আপনারা কোন বিজনেস একাউন্ট এর সাথে কথা বলেন, সে ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ আপনার ডেটা সংগ্রহ করতে চলেছে। হোয়াটসঅ্যাপ জানাচ্ছে, এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ বিজনেস খুব একটা জনপ্রিয় নয়। কিন্তু এই নতুন আপডেটের পরে, হোয়াটসঅ্যাপের বিশ্বাস আরো বেশি মানুষ হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে লাভবান হতে চলেছেন। সবশেষে হোয়াটসঅ্যাপ স্বীকার করেছে, আপনাদের ডেটা কখনোই ফেসবুকের সঙ্গে শেয়ার করা হবে না।
হোয়াটসঅ্যাপ আরো জানিয়েছে, সমস্ত নতুন প্রাইভেসি পলিসি ভালোভাবে মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য তারা আরও কিছু সময় নেবে। বর্তমানে ইন্টারনেটে বহু ভুল তথ্য ছড়িয়ে রয়েছে। এই সমস্ত বিষয়টিকে পরিষ্কার করার জন্য, আর কিছুদিন সময় তাদের লাগতে চলেছে। আগামী, ১৫ মে তারিখে নতুন প্রাইভেসি পলিসি চালু করে দেওয়া হবে। তবে হোয়াটসঅ্যাপের তরফ থেকে এখনো পর্যন্ত তাদের ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি যারা ইতিমধ্যেই প্রাইভেসি পলিসি গ্রহণ করে নিয়েছেন। অর্থাৎ তাদের ডেটা কি আদৌ সুরক্ষিত থাকবে? রয়ে গিয়েছে প্রশ্ন চিহ্ন।