বিশ্বের সবথেকে বড় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ বর্তমানে multi-device সাপোর্ট এর উপরে কাজ করছে। অর্থাৎ আপনারা একটা অ্যাকাউন্ট অনেকগুলি ডিভাইসে একসাথে চালাতে পারবেন। এই ফিচার বর্তমানে whatsapp.web এবং ডেক্সটপ অ্যাপ্লিকেশন এর জন্য উপলব্ধ।
তবে এবারে হোয়াটসঅ্যাপ বিটা আপডেট এন্ড্রয়েড ২.২১.১.৩ এর জন্য এই whatsapp ওয়েব এবং ডেক্সটপ ভার্সনের জন্য একটি নতুন ইউজার ইন্টারফেস আসতে চলেছে। এই নতুন ইউজার ইন্টারফেসে আপনারা লিংকড ডিভাইস বলে একটি অপশন পেয়ে যাবেন। এর মাধ্যমে আপনি দেখতে পাবেন কোথায় কোথায় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্টেড আছে। এছাড়াও প্রত্যেকটা লিঙ্ক করা একাউন্টে আপনারা লাস্ট সিন দেখতে পাবেন। এছাড়া অন্যান্য কানেক্টেড ডিভাইস থেকে ডিসকানেক্ট করার একটি অপশন আপনারা পাবেন।
নতুন ইউজার ইন্টারফেস হোয়াটসঅ্যাপ বিটা ব্যবহারকারীদের জন্য কিছুদিন পর থেকেই নিয়ে আসা শুরু হবে। তবে, এক একটি পর্যায় করে এই আপডেট আসবে। নোটটা সকলেই কিন্তু একসাথে এই নতুন আপডেট পাবেন না। তবে খেয়াল রাখবেন, এটা কিন্তু শুধুমাত্র একটি ইউজার ইন্টারফেস আপডেট। এটা কোন রকম multi-device সাপোর্ট কিন্তু নয়। আপাতত হোয়াটসঅ্যাপ এই ফিচারের উপরে কাজ করছে। কবে এই নতুন ফিচার লঞ্চ করা হবে তা কিন্তু জানানো হয়নি। তবে multi-device সাপোট চলে এলে আপনারা একসাথে চারটি ডিভাইসে একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।