বেশ কয়েক বছর ধরে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট এবং সার্ভিস বেশ জনপ্রিয় হয়ে উঠছে ভারতে। মেড ইন ইন্ডিয়া টিকটক, পাবজি এরপরে এবারে আসতে চলেছে মেড ইন ইন্ডিয়া টুইটার। বিদেশি প্রোডাক্টের স্বদেশী ভার্সন তৈরি করার জন্য বর্তমানে ভারত সরকার কাজ করছে। তাই এবারে টুইটারের স্বদেশী বিকল্প Tooter আসতে চলেছে ভারতে।
ভোকাল ফর লোকাল ক্যাম্পেইনিংকে আরো সুদৃঢ় করার জন্য Tooter মার্কেটে আসতে চলেছে। টুইটারে আপনারা দেখতে পান একটি নীল এবং সাদা ইন্টারফেস। ঠিক একইভাবে Tooter প্লাটফর্মেও আপনারা পাবেন একই রকম ইন্টারফেস। যারা ইতিমধ্যে এই প্লাটফর্ম ব্যবহার করেছেন তাদের মতে, এটি ফেসবুক এবং টুইটার এর একটি সংমিশ্রন এর মত কাজ করবে। একটি শঙ্খের মতো আইকন তৈরী করা হয়েছে এই নতুন অ্যাপ্লিকেশনের জন্য। টুইটারে নীল ব্যাকগ্রাউন্ড এর উপর একটি সাদা রঙের পাখি থাকে। ঠিক একইভাবে, Tooter এ নীল ব্যাকগ্রাউন্ড এর উপরে সাদা শঙ্খ থাকবে।
Tooter এ একেবারে টুইটারের মতো মেকানিক্স ব্যবহার করা হয়। এখানেও আপনাকে ইউজার নেম এবং ইমেইল এড্রেস এর মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে আপনাকে করতে হবে সাইন আপ। সাইন আপ করার পরে আপনি আপনার পছন্দের ব্যক্তিদের ফলো করতে পারেন। অন্য অ্যাকাউন্ট সার্চ করতে পারবেন এবং আপনার ফলো করা ব্যক্তিদের পোস্ট আপনার ফিডে দেখতে পাবেন। বর্তমানে শুধুমাত্র এন্ড্রয়েড এবং ওয়েব এর জন্য Tooter নিয়ে আসা হয়েছে। আইওএস ব্যবহারকারীরা এই মুহূর্তে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন না।
এই বছরের জুন মাসে Tooter অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছিল। এই অ্যাপ্লিকেশনে বেশ কিছু জনপ্রিয় ব্যবহারকারীর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অমিতাভ বচ্চন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি সহ আরো অনেকে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি এই ব্যাক্তিরা নিজেরা নিজেদের একাউন্ট সেটআপ করেছেন কিনা।