স্মার্টফোন অ্যাপ্লিকেশন ট্রুকলার বর্তমানে প্রায় সকলেই ব্যবহার করেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আগেই জানতে পেরেছেন যে কে আপনাকে ফোন করেছে। কিন্তু এবার সুইডেনের এই কোম্পানি নতুন একটি ফিচার যোগ করতে চলেছে যার মাধ্যমে আপনি জানতে পেরে যাবেন সেই ব্যক্তি কেন ফোন করেছে। এরকম একটি অসাধারণ ফিচার আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে ট্রু কলারের ব্যবহারকারীদের জন্য।
ট্রুকলার এর প্রতিষ্ঠাতা একটি নতুন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী বছরে এই নতুন ফিচার লঞ্চ হতে চলেছে এবং এই কোম্পানি ইতিমধ্যেই এই নতুন আইডিয়াতে কাজ শুরু করে দিয়েছে। ট্রুকলার বর্তমানে তাদের গ্রাহকদের জন্য এই নতুন ফিচারের মাধ্যমে অন্যান্য প্রতিযোগীদের দেওয়া সম্ভব হবে।
তিনি আরো জানিয়েছেন, নতুন এই ফিচারের ফলে বিভিন্ন ডেলিভারি ফার্ম, মোবাইল ক্যাব কোম্পানি, ব্যাংক এবং অন্যান্য জরুরি দপ্তরের সুবিধা আরো বাড়তে চলেছে। যখনই কোন একটি অচেনা নম্বর দিয়ে আপনার কাছে ফোন আসবে তখন আপনার কাছে সেই ফোন করার কারণ দেখা যাবে। বর্তমানে ভারতে ট্রুকলার সবথেকে জনপ্রিয় মোবাইল কল আইডেন্টিফিকেশন সংস্থা। এই সংস্থা এবারে জানিয়েছে, ট্রুকলার এর সাথে যে কাস্টমার কানেক্টেড থাকবেন তাদের কল করার কারণ এবারে অন্য কাস্টমার দেখতে পাবেন।
তিনি আরো জানিয়েছেন, ট্রুকলার এর ক্ষেত্রে ডাটা প্রটেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। Truecaller আপনাদের ডেটা একেবারেই স্টোর করেনা এবং আপনার ডেটার সঠিক প্রটেকশন প্রদান করে।