ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ট্রুকলার অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। এবার এই অ্যাপ্লিকেশনটি roll-out করলে একটি নতুন ফিচার যাতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যেকোনো কলারের প্রোফাইলে ট্যাপ করলে স্প্যামার স্ট্যাটিসটিকস পেয়ে যাবেন। এই নতুন ফিচারের নাম স্প্যাম অ্যাক্টিভিটি ইন্ডিকেটর। শুধু তাই নয়, এবার থেকে অফিশিয়াল ওয়েবসাইটে বিনামূল্যে নম্বর সার্চ এবং স্প্যামার স্ট্যাটিসটিকস ফিচার দুটিও নিয়ে আসা হয়েছে। মোবাইল অ্যাপ্লিকেশনে তিনটি নতুন ইনফর্মেশন এসেছে – স্প্যাম রিপোর্ট, কল অ্যাক্টিভিটি এবং পিক কলিং আওয়ার। ট্রুকলার এর সর্বশেষ আপডেট আপনারা এই সমস্ত ফিচার দেখতে পেয়ে যাবেন।
ট্রুকলার এই স্প্যাম অ্যাক্টিভিটি ইন্ডিকেটর ফিচার নিয়ে এসেছে আরো সুরক্ষিত এবং আরো এফিসিয়েন্ট কমিউনিকেশন মেথড নিয়ে আসার জন্য। এই স্প্যাম অ্যাক্টিভিটি ইন্ডিকেটর ফিচারটি ট্রুকলার এর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পেয়ে যাচ্ছেন। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো অচেনা নম্বর থেকে আসা ফোন কল তোলার আগে আরো ভালো স্প্যাম রিপোর্ট পেয়ে যাবেন। নতুন আপডেট ট্রু কলারে এসেছে তিনটি নতুন ট্রেন্ড – স্প্যাম রিপোর্ট, কল অ্যাক্টিভিটি এবং পিক কলিং আওয়ার।
স্প্যাম রিপোর্ট আপনাকে জানিয়ে দেবে, যে কতবার সেই নম্বরটিকে ভুয়ো নম্বর হিসেবে মার্ক করা হয়েছে। এবং, স্প্যাম অ্যাক্টিভিটি ট্র্যাকার অপশনে আপনারা পেয়ে যাবেন যে, কিছুদিনের মধ্যে এই নম্বরটি স্প্যাম হিসেবে চিহ্নিত হয়েছে নাকি না। স্প্যাম রিপোর্ট সেকশনে একটি শতাংশের হিসাব দেওয়া হবে, যেখানে আপনারা স্প্যাম রিপোর্ট বেড়ে যাওয়ার বা কমে যাওয়ার অনুপাত দেখানো হবে।
স্প্যাম অ্যাক্টিভিটি ইন্ডিকেটর ফিচারটি বর্তমানে ট্রুকলার এর এন্ড্রয়েড এপ্লিকেশনে দিয়ে দেওয়া হয়েছে। তবে বর্তমানে সব স্মার্টফোনের জন্য এই ফিচার নিয়ে আসা সম্ভব হয়নি।
তবে শুধু এই ফিচার নয় আরও দুটি ফিচার যুক্ত হয়েছে এই ট্রুকলার অ্যাপ্লিকেশনে। এর মধ্যে একটি হলো কল অ্যাক্টিভিটি। এই ফিচারে আপনি জানতে পেরে যান যে, ওই নম্বর দিয়ে কতবার স্প্যাম কল করা হয়েছে। এছাড়া পিক কলিং আওয়ার ফিচারের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন যে স্প্যাম কলার কখন সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে। এই সমস্ত ফিচার আপনারা যে কোন স্প্যাম নম্বরের প্রোফাইল ফটোতে ট্যাপ করে স্ট্যাটিসটিকস সেকশনে দেখতে পাবেন। এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে ওই ফোন কল আপনার জন্য তোলা ভালো হবে নাকি না।