স্মার্টফোন থাকলে সকলে ভাবেন ভালো ছবি তুলবেন। কিন্তু সব সময়ে ছবির কোয়ালিটি ভালো হয় না। তাই প্রয়োজন পড়ে ছবি এডিট করার। এই এডিটিং এর জন্য সবথেকে আগে দরকার ভালো এডিটিং অ্যাপ্লিকেশন অথবা সফটওয়ার। আজ আমরা এই পোস্টে আপনাকে এমন কয়েকটি মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যাপারে জানাবো, যেগুলোর মাধ্যমে আপনি প্রফেশনাল লেভেলের এডিটিং করতে পারবেন।
আসুন জেনে নিই এই অ্যাপগুলির ব্যাপারে –
১. Adobe Lightroom – মোবাইলে ব্যবহার করার জন্য সবথেকে ভালো এডিটিং অ্যাপ্লিকেশনের মধ্যে Adobe Lightroom সবথেকে ওপরের দিকে থাকার যোগ্য। এই অ্যাপ্লিকেশনে আপনি প্রফেশনাল লেভেলের এডিটিং করতে পারবেন। তবে এই অ্যাপ্লিকেশনে এডিটিং করা বেশ কঠিন। কারণ এই অ্যাপে আপনি কোনরকম ফিল্টার পাবেন না। তাই আপনাকে নিজে ব্রাইটনেস, কনট্রাস্ট এবং কালার ব্যালেন্স ঠিক করতে হবে। তবে এই অ্যাপ্লিকেশনে এডিটিং এর অনেক টিউটোরিয়াল ইউটিউবে রয়েছে। আপনি সেখান থেকে দেখেও এই অ্যাপ্লিকেশনে এডিটিং করতে পারবেন। এছাড়াও আপনারা এই এপ্লিকেশনে পেয়ে যাবেন ক্লাউড সিঙ্ক ফিচার। ফলে আপনি ফোন, ল্যাপটপ, কম্পিউটার যেকোনো ডিভাইসে একসাথে ব্যবহার করতে পারবেন Adobe Lightroom। তবে এই অ্যাপ্লিকেশনের সব ইফেক্ট আপনি বিনামূল্যে পাবেন না। আপনাকে তার জন্য প্রিমিয়াম মেম্বারশিপ কিনতে হবে।
২. Snapseed –প্রফেশনাল লেভেল এডিটিং এর ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন বেশ ভালো। এই অ্যাপ্লিকেশনের ডেভেলপার গুগল। তাই এই অ্যাপ্লিকেশনে আপনার সুরক্ষার কোনো রকম খামতি থাকবে না। তবে এই অ্যাপে আপনি বেশ কিছু আকর্ষণীয় ফিল্টার পেয়ে যাবেন, যা ব্যবহার করলে আপনার ছবি আরো ভালো হয়ে উঠবে। এছাড়া আপনি চাইলে নিজে থেকেও কালার ব্যালান্স এবং লাইটিং অপশন পরিবর্তন করতে পারবেন।
৩. PicsArt –সহজে সবথেকে ভালো এডিটিং এর জন্য PicsArt দারুন একটি অ্যাপ। আপনি এই অক্ষর ব্যবহার করলে বেশ কিছু ফিল্টার পেয়ে যাবেন। এই ফিল্টার ব্যবহার করলে আপনার ছবি আরো ভালো হয়ে উঠবে। শুধু ফিল্টার নয়, আপনি এই অ্যাপ্লিকেশনে নিজে থেকে এডিট করে কালার ব্যালান্স এবং লাইট ব্যালান্স ঠিক করতে পারবেন। বিউটি মোডের জন্য এই এডিটিং অ্যাপ খুবই ভালো।
৪. Adobe Photoshop Express – এই অ্যাপ্লিকেশনে আপনি Adobe Lightroom এর মত অনেক ফিচার পেতে পারেন , যেমন – এক্সপোজার, কনট্রাস্ট, এবং কালার এডিটিং অপশন। তবে প্রো অপশন এবং ক্লাউড সিনক এর কোনো অপশন নেই। এখানে আপনি বেশ কিছু ফিল্টার এবং ওভারলে অপশন পাবেন। এছাড়া থাকছে কিছু কোলাজ মেকিং টুল। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই অ্যাপে আপনাকে কোনো টাকা দিতে হবে না।
৫. ইনস্টাগ্রাম – এই অ্যাপে আছে বেশ কিছু ফিল্টার। কালার ব্যালান্স এবং কনট্রাস্ট ব্যালান্স এর ব্যাপারে বেশি অবগত না হলে, আপনি এই অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপ্লিকেশনে আপনি বিভিন্ন ফিল্টার পাবেন, যা ব্যবহার করলেও আপনার ছবির মান বেশ ভালো হয়ে উঠবে। আপনি সেই এডিট করে সরাসরি ইনস্টাগ্রাম প্রোফাইলে সেয়ার করতে পারেন, অথবা স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখতে পারেন। এই অ্যাপ্লিকেশনও একেবারে ফ্রী, আপনাকে কোনো টাকা দিতে হবে না।