ভারতের পর এবার আমেরিকাও চাইনিজ অ্যাপ্লিকেশন ব্যান করার পথে হাঁটতে চলেছে। এই অ্যাপ্লিকেশনের মধ্যে সবার আগে ব্যান করা হবে শর্ট ভিডিও অ্যাপ্লিকেশন টিকটক। রবিবার এই বিষয়ে আধিকারিক ঘোষণা জানানো হবে। আমেরিকার একটি জনপ্রিয় মিডিয়া নেটওয়ার্ক জানিয়েছে, ” মার্কিন সরকারের আধিকারিকরা জানিয়েছেন যে, আগামী রবিবার থেকে আমেরিকাতে সম্পূর্ণরূপে ব্যান হয়ে যাবে টিক টক।”
তবে শুধুমাত্র টিকটক নয়, আগামী রবিবার থেকে আমেরিকাতে WeChat অ্যাপ্লিকেশনটি ব্যান করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। শুক্রবার, আমেরিকায় এই ব্যান সম্পর্কিত একটি আদেশনামা জারি করা হতে পারে।
বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদেশ দিয়েছেন যাতে রবিবার টিকটক অ্যাপ্লিকেশন ব্যান করে দেওয়া সম্ভব হয়। তবে টিকটকের প্যারেন্ট কোম্পানি ByteDance বর্তমানে Oracle কর্পোরেশনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আমেরিকার শেয়ার নিয়ে। তাই যতক্ষণ না বাইট ড্যান্স আমেরিকার শেয়ার নিয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে ততক্ষণ আমেরিকাতে TikTok সম্পূর্ণরূপে ব্যান করা থাকবে।
আমেরিকার কমার্স ডিপার্টমেন্ট এই দুটি অ্যাপ্লিকেশনকে সম্পূর্ণরূপে ব্যান করে দেবে। সাথেই তারা আমেরিকার অ্যাপেল অ্যাপস্টোর এবং গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশন কে সরিয়ে দিতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। শুধু তাই নয়, এই দুটো অ্যাপ্লিকেশনকে আমেরিকা থেকে সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হবে। এই কারণে আর কোনো অ্যাপ্লিকেশন স্টোর থেকেও আমেরিকাতে TikTok এবং WeChat ডাউনলোড করা যাবে না।