লকডাউনে অনেক কিছু বদলে গিয়েছে। অনেকেই বর্তমানে গুগল পে, পেটিএম অ্যামাজন পে ইত্যাদির মাধ্যমে প্রিয়জনকে টাকা ট্রান্সফার করেছেন। হাতে ক্যাশ টাকা নিয়ে শপিং করা অথবা ব্যবসা করার দিন এখন প্রায় অনেকটা কমে গিয়েছে। এখন ডিজিটাল মাধ্যমে মানুষ বেশি অভ্যস্ত। ডিজিটাল মাধ্যমে টাকাপয়সা লেনদেন এখন সকলেই ব্যবহার করে থাকেন। এই টাকাপয়সা লেনদেন কি আরও মজবুত করতে ভারতীয় রিজার্ভ ব্যাংক RTGS এ বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। এবার থেকে আপনারা এই পরিষেবা সব সময় ব্যবহার করতে পারবেন।
এই ঘোষণার পরে পেটিএম তাদের পেআউট সার্ভিস নাও সিস্টেম লঞ্চ করে দিল। এর মাধ্যমে আপনারা মোটা টাকা লেনদেন করতে পারবেন পেটিএম এর মাধ্যমে। কর্মচারী থেকে শুরু করে যে কোন অংশীদার কে আপনারা বড় এমাউন্টের একটি টাকা পাঠাতে পারবেন পেটিএম এর মাধ্যমে। সংস্থা জানিয়েছে,রিজার্ভ ব্যাংকের ঘোষণার পর তারা এই নতুন বিষয়টি নিয়ে আসতে চলেছে। এক্ষেত্রে পেটিএম পে আউট এপিআই এবং পেটিএম ফর বিজনেস ড্যাশবোর্ড, পেটিএম ওয়ালেট অথবা ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করা সম্ভব হবে।
রিজার্ভ ব্যাংকের বিষয়টি মাথায় রেখে পেটিএম সর্বপ্রথম সংস্থা হিসেবে পেটিএম পে-আউট শুরু করলো। এর মাধ্যমে 24 ঘন্টা পেটিএম ওয়ালেট, ইউপিআই, আইএমপিএস, এনইএফটি এবং আরটিজিএস পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন। জানিয়ে রাখি, এতদিন পর্যন্ত ২ লক্ষ টাকার উপর ট্রানজাকশন করার জন্য গ্রাহকদের ব্যবহার করতে হতো RTGS। এই পরিষেবা সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চালু থাকত। তবে রিজার্ভ ব্যাংকের নতুন ঘোষণার পর ২৪ ঘন্টা আপনারা এই সার্ভিস ব্যবহার করতে পারবেন।