অপ্রীতিকর খবর ছড়িয়ে দেওয়ার অভিযোগে এবারে শুক্রবার ইউকিপিডিয়া এবং গুগলকে হুমকি দিয়েছে পাকিস্তান। পাকিস্তান টেলিকমিউনিকেশন এজেন্সি গুগল এবং উইকিপিডিয়াকে হুমকি দিয়েছে যাতে যত শীঘ্র সম্ভব বেআইনি সামগ্রী সরিয়ে ফেলা হয়। বর্তমানে ধর্মীয় নেতা মির্জা মাসরুর আহমেদকে খালিফা বলে চিহ্নিত করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে পাকিস্তান গুগল এবং উইকিপিডিয়াকে চিঠি পাঠিয়েছে।
পাকিস্তান জানিয়েছে, নবী করীম এর ক্যারিকেচার হোস্টিং এবং উইকিপিডিয়া মির্জা মাসরুর আহমেদকে একজন মুসলমান হিসেবে চিহ্নিত করেছেন। এর মাধ্যমে তারা বিভ্রান্তিমূলক, ভুল এবং প্রতারণামূলক তথ্য প্রচার করছে বলেও তাদের অভিযোগ। পাকিস্তান টেলিকমিউনিকেশন এজেন্সি তাদের টুইটার হ্যান্ডেলে এমনটাই জানিয়েছে। তারা আরও জানিয়েছে, গুগল প্লে স্টোরে পবিত্র কোরানের অপ্রমাণিত সংস্করণকে রাখা হয়েছে।
পাকিস্তানের নিপীড়িত সংখ্যালঘু আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্যরা মির্জা মাসরুর আহমেদ কে খলিফা হিসেবে সম্মানিত করে। পাকিস্তানের দাবি, যদি এই নতুন নির্দেশ মেনে না চলা হয় তাহলে কিন্তু পিটিএ বৈদ্যুতিন অপরাধ প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।