দৈনন্দিন প্রয়োজনের সমস্ত তালিকা নিয়ে এবারে নিজেরাই একটি অ্যাপ্লিকেশন বানিয়ে ফেললেন নিউটাউনের বাসিন্দারা। এবারে এক ছাদের তলায় পাওয়া যাবে সমস্ত ধরনের পরিষেবা। নিউ নরমালে নিজেদের সুবিধার জন্য এই এপ্লিকেশন তৈরি করেছেন তারা নিজেরাই। এর ফলে তাদের বেশ খানিকটা সুবিধা হবে।
চিকিৎসক থেকে আইনজীবী, প্যাথলজি থেকে আয়া সেন্টার সমস্ত কিছুর ফোন নম্বর এই অ্যাপ্লিকেশনে থাকছে। পাশাপাশি অটো এবং টোটো চালক, এবং বাড়ির কাজের লোক সব কিছু পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। কোথায় গেলে আপনি জমা করতে পারবেন আপনার বাড়ির ট্যাক্স, আবার কোথায় গেলে রেজিস্ট্রি করাতে পারবেন আপনার সম্পত্তি সবকিছু নাগরিক পরিষেবা পেয়ে যাবেন একটি অ্যাপ্লিকেশনের মধ্যেই। কলকাতার নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ান, টু এবং থ্রি তে যারা যারা বসবাস করেনতাদের কথা মাথায় রেখে এই নতুন উদ্যোগ গ্রহণ করেছে নিউটাউন রেসিডেন্স ওয়েলফেয়ার ফোরাম।
কিছুদিন আগেই এই অ্যাপ্লিকেশনটির আত্মপ্রকাশ ঘটেছে। ইতিমধ্যেই, ১৫০০ এর বেশি মানুষ এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে পরিসেবা গ্রহণ করা শুরু করেছেন। এই অ্যাপ্লিকেশনের নাম দেওয়া হয়েছে NTRWF লিখে সার্চ করলে আপনি এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। লকডাউন এর সময় প্রবীণ নাগরিকদের অত্যন্ত সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। সেই সময় এই ধরনের একটি অ্যাপ্লিকেশন নির্মাণ করার ভাবনা গ্রহণ করেন এই অভিজাত সোসাইটির বাসিন্দারা। বর্তমানে এই অ্যাপ্লিকেশনের কাজ শেষ হয়েছে। বহু মানুষ এই সুযোগ-সুবিধা গ্রহণ করতে শুরু করেছেন।
লোকাল সার্ভিস এবং লোকাল আমেনিতিজ এই দুটি অপশন থাকছে এই অ্যাপ্লিকেশনে। সার্ভিসে ব্যবসাদার থেকে অটোচালক সকলে নাম নথিভুক্ত করতে পারবেন। এর মাধ্যমে যাদের প্রয়োজন হবে তারা তাদেরকে কন্টাক্ট করতে পারবেন। নিউটাউন ওয়েলফেয়ার ফোরামের আশা, এই নতুন অ্যাপ্লিকেশনে অনুপ্রাণিত হয়ে অন্যান্য এলাকার বাসিন্দারা ও এরকম অ্যাপ্লিকেশন তৈরি করতে উদ্যোগী হবেন।