ভারতের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel এবারে তাদের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে হাজির হয়েছে। সম্প্রতি এয়ারটেল জানিয়েছে, এই সমস্যার ভিডিও স্ট্রিমিং নেটওয়ার্ক Airtel Xstream এবার থেকে আর শুধুমাত্র Airtel গ্রাহকদের জন্য সীমাবদ্ধ থাকছে না। যারা এয়ারটেল ব্যবহার করেন না তারাও কিন্তু এই সুবিধা নিতে পারবেন। Airtel Xstream এর সাবস্ক্রিপশন এর দাম রাখা হচ্ছে তাদের জন্য মাত্র মাসে ৪৯ টাকা। এক বছরের সাবস্ক্রিপশন নিতে গেলে তাদের খরচ পড়বে ৪৯৯ টাকা যা অত্যন্ত কম।
এই প্লাটফর্মে আপনারা ১০০ এর বেশি সিনেমা, টিভি শো, Lionsgate Play, ErosNow, Hungama Play সহ আরো বেশ কিছু প্ল্যাটফর্মের কনটেন্ট দেখতে পারবেন বিনামূল্যে। তাছাড়াও DD News জাতীয় খবরের চ্যানেল, Sony Ten, Sony Six এর মত খেলার চ্যানেল আপনারা দেখতে পারবেন।
এখানে আপনারা বাংলা, কন্নড়, গুজরাটি, মালায়ালাম, তামিল, মারাঠি, হিন্দি এবং ইংরেজি সহ আরো বেশ কিছু ভাষার সিনেমা অথবা চ্যানেল দেখার সুযোগ পাবেন। আপনারা চাইলে এই সমস্ত সিনেমা ডাউনলোড করে পরে দেখতে পারেন অফলাইনে। এক্ষেত্রে Android এবং iOS ব্যবহারকারীদের জন্য আলাদা নিয়ম কিছু নেই। এছাড়াও আপনারা চাইলে কনটেন্ট শেয়ার অব্দি করতে পারেন। একসঙ্গে পাঁচটা ডিভাইস থেকে Airtel Xstream চালানো যাবে বলে জানিয়েছে এয়ারটেল।
যারা এয়ারটেল গ্রাহক নন তারা এই সুবিধা নিতে হলে তাদের প্রথমে এয়ারটেলের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তারপর আপনাদের অ্যাপ্লিকেশন খুলে ডান দিকের নিচের অংশে More বাটনে ট্যাপ করতে হবে। তারপরে আপনাকে মোবাইল নম্বর রেজিস্টার করতে হবে। মোবাইল নম্বর রেজিস্টার হয়ে গেলে আপনার কাছে অনেকগুলো অপশন আসবে। সেখান থেকে আপনাকে একটি নির্দিষ্ট প্ল্যান বেছে নিতে হবে।