এবারে একেবারে ফেসবুকের হাতের নাগালে চলে এলো আপনার Whatsapp একাউন্ট এর সমস্ত তথ্য এরকম একটি চাঞ্চল্যকর রিপোর্ট উঠে এসেছে হোয়াটসঅ্যাপের নতুন সিকিউরিটি আপডেটের পরে। হোয়াটসঅ্যাপে সার্ভারে আপনার ব্যক্তিগত ডেটার অনেকখানি ছড়িয়ে রয়েছে। যত কোটি গ্রাহক রয়েছে, ততো বেশি চ্যাট এবং তত বেশি ডাটা জড়ো হয়ে চলেছে। চক্রবৃদ্ধি হারে ডাটা জমা হয়ে চলেছে সংস্থার কাছে। তবে এই ডেটা এবার থেকে কিন্তু আর সুরক্ষিত রইল না।
হয়তো সকলেই দেখতে পেয়েছেন হোয়াটসঅ্যাপে ইতিমধ্যেই একটি ফরমান চলে এসেছে যেখানে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ নিজের গোপনীয়তার শর্ত পরিবর্তন করেছে। তবে এবারে আপনার মোবাইল নম্বর, ফোনের যাবতীয় তথ্য, আইপি অ্যাড্রেস সহ লেনদেনের তথ্য এবং আরো অনেক জিনিস ফেসবুকের কাছে পৌঁছে দিতে পারে Whatsapp। শুধু ফেসবুক নয়, আগামী দিনেফেসবুকের মালিকানাধীন অন্যান্য অ্যাপ্লিকেশন এই তথ্য ব্যবহার করবে বলে জানা যাচ্ছে।
আপনি পরেও সম্মতি জানাতে পারেন কিন্তু যদি আপনি ৮ ফেব্রুয়ারির আগে সম্মতি না দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের পরিষেবা বন্ধ হয়ে যাবে। এরকম হুঁশিয়ারি দিয়েছে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ না চাইলেও আপনাকে অনুমতি দিতেই হবে। তবে আপনি হেল্প সেন্টার থেকে একাউন্ট মুছে ফেলতে পারেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্ম এর জন্য এই নতুন নিয়ম কার্যকর হয়ে গিয়েছে।
হোয়াটসঅ্যাপের বিজ্ঞপ্তিতে ৩টি নতুন আপডেটের কথা বলা হয়েছে। এখানে প্রথমত হল হোয়াটস্যাপ গ্রাহকের তথ্য যেভাবে ব্যবহার করবে, দ্বিতীয়তঃ ব্যবসায়ী প্রতিষ্ঠান যেভাবে ফেসবুকের পরিষেবা এবং হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যবহার করবে। এবং তৃতীয়তঃ ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপের অংশীদারী কিরকম হবে তা। তবে, এই নতুন প্রাইভেসি পলিসি আসার পরে এনক্রিপটেড তথ্য খুব সহজেই কিন্তু ফেসবুকের সঙ্গে শেয়ার করা সম্ভব হবে। আর এতেই ঘটেছে বিপত্তি। প্রশ্ন রয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ এ সিকিউরিটি ফিচার নিয়ে।