বর্তমানে করোনাভাইরাস নিয়ে বিশ্বের সবাই সন্ত্রস্ত। সকলেই চাইছেন যাতে, বেশি করে করোনাভাইরাস টেস্টিং করা যায়। কিন্তু এই টেস্ট করাতে গেলে ও আবার অনেক সময় বিপদ। টেস্টিং সেন্টারে গিয়েও অনেক সময় করোনা হয়ে যেতে পারে। তাই, সকলেই এখন বাড়িতে বসে করোনার টেস্ট করার একটি উপায় সন্ধান করছেন।
তবে শুধুমাত্র যে লালা রস পরীক্ষার মাধ্যমেই করোনা পরীক্ষা সম্ভব তা কিন্তু নয়, আপনার সর্বক্ষণ হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেও আপনি জেনে নিতে পারবেন আপনি করোনা পজিটিভ নাকি। এরকমই একটি আশ্চর্য অ্যাপ্লিকেশন আর কিছুদিনের মধ্যেই নিয়ে আসা হচ্ছে।
এই অ্যাপ্লিকেশনে আপনার কণ্ঠস্বর পরীক্ষা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার করোণা পরীক্ষার রিপোর্ট। এবং এই রিপোর্ট হবে, যথেষ্ট বিশ্বাসযোগ্যও বটে। মাত্র ৩০ সেকেন্ডের আপনারা জানতে পেরে যাবেন যে আপনার দেহে করোনাভাইরাস রয়েছে কিনা।
এই পদ্ধতিতে করো না পরীক্ষা করার জন্য আপনাকে আপনার ফোনে ভয়েস অ্যানালিসিস অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তারপর যে ব্যক্তি করোনা পরীক্ষা করবেন, তাকে নিজের কন্ঠস্বর রেকর্ড করতে হবে। তারপরেই এই অ্যাপ্লিকেশন সেই ব্যক্তির কণ্ঠস্বর অন্য ব্যক্তির কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে আপনাকে আপনার রিপোর্ট জানিয়ে দেবে। এই অ্যাপ্লিকেশনের ডেটাবেসে বহু করোনা নেগেটিভ ব্যক্তির কণ্ঠস্বর রেকর্ড করা রয়েছে। তাদের সঙ্গেই আপনার কণ্ঠস্বর মিলিয়ে দেখা হবে।
এখনো পর্যন্ত ইজরায়েল এবং আমেরিকাতে এই অ্যাপ্লিকেশন টেস্ট করা হয়েছে। এবং সেখানে ফলাফল অত্যন্ত ইতিবাচক বলেও জানা গিয়েছে। ভারতের কিছুদিনের মধ্যেই অ্যাপ্লিকেশনের টেস্টিং শুরু হতে চলেছে। এই পর্যায়ে প্রথমে একদল ব্যক্তির কণ্ঠস্বর এবং লালারসের নমুনা একত্রে পরীক্ষা করা হবে। যদি ফলাফল ইতিবাচক হয় তাহলে ভারতে আগামী কয়েক মাসের মধ্যেই অ্যাপ্লিকেশন সবার জন্য উপলব্ধ করা হবে।