করণাভাইরাসের কারণে লকডাউন শুরু হওয়ার পরে বর্তমানে সমস্তকিছু ভার্চুয়াল ভাবে করা শুরু হয়েছে। প্রাইভেট সেক্টরের বড় বড় মিটিং থেকে শুরু করে সমস্ত স্কুল কলেজে পড়াশোনা সবকিছু এখন অনলাইনে হচ্ছে। আর এই অনলাইন প্লাটফর্ম এর মধ্যে অন্যতম জনপ্রিয় হল মাইক্রোসফট টিমস। Zoom প্ল্যাটফর্মের থেকে নিজেকে আরও উন্নত করে তুলতে মাইক্রোসফট নিজেদের Teams প্লাটফর্মে আরও একটি নতুন ফিচার যুক্ত করেছে। এই নতুন ফিচার যুক্ত করার ফলে মাইক্রোসফ্ট Teams উঠেছে আরো বেশি কার্যকরী। বর্তমানে এই কোম্পানির সবথেকে বড় ফিচার গুলির মধ্যে এটি অন্যতম। আসুন জেনে নেওয়া যাক এই ফিচারের ব্যাপারে
আপনারা হয়তো অনেকেই জানেন, Microsoft Teams একটি সম্পূর্ণ ফ্রি প্লাটফর্ম এবং এতে আপনি সারাদিন ভিডিও কল করতে পারবেন কোন টাকা না দিয়ে। তবে এবার থেকে শুধুমাত্র বন্ধু এবং পরিবার এর সাথে ভিডিও কলের জন্য এই অ্যাপ্লিকেশন সীমাবদ্ধ নেই। এবার থেকে আপনারা আনলিমিটেড সময়ের জন্য Microsoft Teams নেটওয়ার্কে একসাথে ৩০০ জনকে ভিডিও কল করতে পারবেন। এই এত বড় পরিষেবা বিনামূল্যে দেওয়ার জন্য বর্তমানে Microsoft Teams হয়ে গেছে অন্যতম বড় ভিডিও কলিং অ্যাপ্লিকেশন।
তবে শুধুমাত্র ভিডিও কলের মেম্বার লিমিট বৃদ্ধি করা নয়, এবার থেকে Microsoft Teams এর কোন ভিডিও কলে যুক্ত হতে গেলে আপনার Microsoft একাউন্ট অথবা Microsoft Teams অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না আর। আপনি সাধারণ ওয়েব ব্রাউজারের মাধ্যমে এই ভিডিও কলে যুক্ত হতে পারবেন। পাশাপাশি গ্যালারি ভিউতে আপনি একসাথে ৪৯ জনকে দেখতে পারেন একবারে।
সম্প্রতি, Zoom অ্যাপ্লিকেশন ঘোষণা করেছিল যে তারা কিছুদিনের জন্য ৪০ মিনিটের বাধন তুলে নিতে চলেছে। টুইটারে একটি বার্তা প্রেরণ করে Zoom এই বিশেষ ঘোষণাটি করেছিল। এবং তারপরেই Microsoft Teams এর তরফ থেকে ৩০০ জনের কলিং লিমিটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভারতের ব্যবহারকারীরা নির্দ্বিধায় এই নতুন ফিচারের সুযোগ গ্রহন করতে পারবেন।