ব্যবহারকারীদের এক্সপেরিয়েন্স আরও উন্নত এবং সহজতর করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ শুক্রবার তাদের পেজগুলিকে আরো নতুন করে ঢেলে সাজিয়েছে। ফেসবুকে এদিন তাদের পাবলিক পেজ থেকে লাইক বাটন সরিয়ে দিয়েছে। যে পেজগুলি আর্টিস্ট, অভিনেতা অভিনেত্রী, পাবলিক ফিগার এবং ব্র্যান্ড ব্যবহার করে সেগুলিতে এখন আর লাইক বাটন দেখতে পাওয়া যাবে না।
পরিবর্তে ফেসবুক এখন ওই পেজের ফলোয়ারের সংখ্যা আপনাকে দেখাবে। এবং আপনার কাছে একটি ডেডিকেটেড নিউজফিড সেকশন থাকবে যাতে আপনারা ওই পেজের সাথে কানেক্ট হতে পারেন। ফেসবুক কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে,” আমরা লাইক বাটন সরিয়ে দিতে চলেছি এবং শুধুমাত্র ফলোয়ারের উপরে ভরসা করতে চলেছি যাতে মানুষ আরো ভালোভাবে তাদের পছন্দের পেজের সাথে কানেক্ট করতে পারেন। ওই পেজ যারা যারা ফলো করেন তাদের সংখ্যা হল ওই ফলোয়ার সংখ্যা। তারা ওই পেজের নিয়মিত দর্শক। পাশাপাশি, ফলোয়ারের সংখ্যা দেখে ওই ব্যক্তিত্ব জানতে পারেন যে, তার জনপ্রিয়তা কতটা।”
পাশাপাশি, পেজের জন্য ফেইসবুক একটি নতুন ডেডিকেটেড নিউজ ফিড সেকশন নিয়ে এসেছে। এতে আপনারা ট্রেন্ড ফলো করতে পারবেন, নতুন কানেকশন এবং অন্যান্য পাবলিক ফিগার এর সঙ্গে যুক্ত হতে পারবেন। এছাড়াও তার অন্যান্য ভক্তদের সাথে কানেক্ট করতে পারবেন নিজেকে। এছাড়াও আপনাকে জানানো হবে, ওই পেজ অথবা পাবলিক ফিগার ঠিক কোন কোন বিষয়ের উপরে ফোকাস করে।
এছাড়াও যদি ওই ব্যক্তিত্ব তার কমেন্ট বক্সে কোন কমেন্ট করেন তাহলে সেটি একেবারে উপরে উঠে আসবে কমেন্ট সেকশনে। কমেন্ট এবং লাইক কমেন্ট পোষ্ট সেকশন থেকে মানুষের ওই ফেসবুক পেজে পৌঁছে যেতে পারবেন। সঙ্গেই এই সোশ্যাল মিডিয়া জায়েন্ট আরো জানিয়েছে, কিছু কিছু স্পেসিফিক টাস্কের মাধ্যমে এবার থেকে পেজের ম্যানেজমেন্ট নির্ধারণ করা হবে।