বর্তমানে ভারতে ই-কমার্স ওয়েবসাইট এর জনপ্রিয়তা অত্যন্ত বেশি বেড়ে গিয়েছে। তবে ই-কমার্সের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে গিয়েছে জালিয়াতি। এই জালিয়াতি কে একেবারে নির্মূল করার জন্য এবারে উঠে পড়ে লেগেছে ভারত সরকার। খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে ভারত সরকারের নিজস্ব ই-কমার্স প্লাটফর্ম। এই প্লাটফর্ম অ্যামাজন , ফ্লিপকার্ট জাতীয় জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট কে টক্কর দিতে পারবে। জানানো হয়েছে, এই ই-কমার্স ওয়েবসাইট এর দেখভালের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সরাসরি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকবে।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফ এ এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স এর তদারকি করবে। জানা যাচ্ছে, এই ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওরফে ONDC হতে চলেছে ভারত সরকারের নিজস্ব ই-কমার্স প্ল্যাটফর্ম। দেখতে অনেকটা ফ্লিপকার্ট এবং অ্যামাজনের মতই হবে এটি। গত ২৪ নভেম্বর কেন্দ্রীয় সরকারের বাণিজ্যমন্ত্রী নিয়ন্ত্রণাধীন ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড এর তরফে একটি নির্দেশিকা জারির মাধ্যমে এই সমস্ত তথ্য জানানো হয়েছে।
এই কমিটি দেখভাল করবেন ১১ জন সদস্য। এরমধ্যে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেড এর জেনারেল সেক্রেটারি প্রবীণ আগারওয়াল রয়েছেন। এছাড়াও তার সাথে রয়েছেন ১০ জন সদস্য। সকলে একসাথে মিলে ভারতের এই নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন।
এই নতুন ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার পিছনে আসল উদ্দেশ্য হলো ভারতের ই-কমার্স ইকোসিস্টেম কে নতুন করে সাজিয়ে তোলা। দেশের বিভিন্ন প্রান্তে দেশীয় সামগ্রির একটা বিরাট অংশের বিক্রেতা রয়েছেন। তারা অ্যামাজন এবং ফ্লিপকার্ট এর মত ওয়েবসাইটে নিজেদের প্রোডাক্ট বিক্রি করতে পারেন না। তাই তাদের প্রডাক্ট কে একটি জায়গা করে দেওয়ার জন্য ONDC, একটি প্লাটফর্ম তৈরি হলো। এর মাধ্যমে যারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করবেন তারা কিছুটা লাভের মুখ দেখতে পারবেন। এবং জানানো হয়েছে, অ্যামাজন যেভাবে সমস্ত সুবিধা প্রদান করে ঠিক একইভাবে এই ওয়েবসাইট সব সুবিধা প্রদান করবে।