বাজারে আসতে না আসতেই একেবারে ঝোড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে ক্রস-প্ল্যাটফর্ম এনক্রিপটেড মেসেজিং সার্ভিস Signal। কিছুদিন আগেই পরিবর্তিত হয়েছিল হোয়াটসঅ্যাপের সিকিউরিটি ফিচার। সেই ফিচার আপডেটের পরেই বিতরকের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বন্ধ করে দেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করা। তাদের প্রথম পছন্দ হয়ে ওঠে Signal।
সেন্সর টাওয়ারের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গা থেকেই ১ লক্ষের বেশি মানুষ এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফেলেছেন। ২০২১ এর প্রথম সপ্তাহে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ডাউনলোড সংখ্যা অনেকটা কমে গেছে। এছাড়াও, এলন মাস্ক এর পরামর্শ অনুযায়ী অনেকে আবার হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগনালে পা বাড়িয়েছেন। এর ফলে বর্তমানে বেশ কিছুটা চাপের মুখে পড়েছে হোয়াটসঅ্যাপ।
কিন্তু অনেকেই এখন ভাবছেন যে কিভাবে নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপকে Signal নেটওয়ার্কে ট্রান্সফার করবেন। বর্তমানে প্রায় সকলেই চাইছেন এমন একটি নেটওয়ার্ক যা অত্যন্ত এনক্রিপটেড এবং আপনার তথ্য যেখানে সুরক্ষিত থাকবে। হোয়াটসঅ্যাপের নতুন সিকিউরিটি পলিসি আপডেটের থেকে জানা গিয়েছে তারা ফেসবুকের সাথে আপনার তথ্য প্রয়োজনে শেয়ার করতে পারে। পাশাপাশি তাদের মালিকানাধীন অন্য নেটওয়ার্ক এর সাথেও আপনার তথ্য শেয়ার করা হবে। তাই এই মুহূর্তে Signal অ্যাপ্লিকেশন অত্যন্ত ভাইরাল হয়ে গিয়েছে। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে সহজ পদ্ধতিতে আপনি নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপ সিগন্যাল নেটওয়ার্কে ট্রানস্ফার করবেন।
১) প্রথমে Signal অ্যাপ্লিকেশন খুলুন। তারপরে ডানদিকের উপরের কর্নারে তিনটি ডটের মেনু বাটনে ক্লিক করুন। সেখান থেকে একটি গ্রুপ ক্রিয়েট করুন।
২) এবারে গ্রুপের একটি নাম দিন এবং আপনার কন্টাক্ট তালিকা থেকে প্রয়োজনীয় ব্যক্তিদের সেখানে যুক্ত করুন।
৩) এবারে গ্রুপ চ্যাট বক্স খুলুন এবং উপরের তিনটি ডট আইকনে ক্লিক করুন। সেখান থেকে সেটিংস অপশন সিলেক্ট করুন। তারপর ক্লিক করুন Group Link অপশনে।
৪) এবারে গ্রুপ লিংক এর টগল বাটন অন করুন এবং তারপর Share বাটনে ক্লিক করুন।
৫) তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলুন। এবং সেই গ্রুপের লিংক সেখানে পেস্ট করে দিন।
এবারে যাদের কাছে ওই লিংকের অ্যাক্সেস দেওয়া হয়েছে, তারা সিগন্যাল গ্রুপে চ্যাট করতে পারেন। এর ফলে এডমিনদের বারবার আলাদা করে কন্টাক্ট যুক্ত করতে হবে না। সরাসরি তারা সিগন্যাল গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবেন।