আজ ২৫ শে ডিসেম্বর, অর্থাৎ সবার প্রিয় বড়দিন। তবে, এইবারের বড়দিন কিছুটা হলেও আলাদা অন্য বারের থেকে। এবারের বড়দিনে সবাই কিন্তু সকলের বাড়ি যেতে অতটা কম্ফোর্টেবল হচ্ছেন না। কারণটা সেই করোনাভাইরাস। এই কারণে সবাই নিজের প্রিয়জনকে হোয়াটসঅ্যাপে স্টিকার এর মাধ্যমে শুভেচ্ছা জানাতে পছন্দ করছেন। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে রকমারি স্টিকার সম্ভার নিয়ে আসা হয়েছে বড় দিনের জন্য। এই বড়দিন উপলক্ষে আবার কিছু third-party স্টিকার কিন্তু নিয়ে আসা হয়েছে। এখন আপনি যদি হোয়াটসঅ্যাপে দুর্দান্ত কিছু ক্রিসমাস থিমের স্টিকার পাঠাতে না জানেন তাহলে এখনি শিখে ফেলুন নিম্নলিখিত পদ্ধতি গুলি পড়ে।
১) এখানে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে আপ টু ডেট করতে হবে। এর জন্য আপনি অ্যাপ্লিকেশন স্টোরে চলে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আপ টু ডেট করে ফেলুন।
২) এবার আপনি একটি চ্যাট খুলুন। তারপরে স্টিকার আইকনে ট্যাপ করে স্টিকার গ্যালারিতে পৌঁছে যান।
৩) এখান থেকে আপনার পছন্দসই স্টিকার, অবশ্যই ক্রিসমাস থিমের, ডাউনলোড করে প্লাস আইকনে ক্লিক করুন। তাহলেই আপনার হোয়াটসঅ্যাপে বেশকিছু এনিমেটেড স্টিকার চলে আসবে।
এছাড়াও আপনি যেকোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দুর্দান্ত কিছু স্টিকার ডাউনলোড করতে পারেন। তবে সেই ক্ষেত্রে প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের আলাদা আলাদা পদ্ধতি থাকবে। সেই পদ্ধতি অনুসরণ করে আপনার মনপসন্দ স্টিকার পছন্দ করে যোগ করে নিন নিজের হোয়াটস্যাপ একাউন্ট